Ajker Patrika

হাসপাতালে বিল ক্লিনটন 

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১০: ৩৩
হাসপাতালে বিল ক্লিনটন 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটন গত মঙ্গলবার নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। 

একটি বিবৃতিতে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, ক্লিনটনকে অ্যান্টিবায়োটিক ও তরল ওষুধ দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি হাসপাতাল ছাড়বেন। 
২০০৪ সালে ক্লিনটনের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত