Ajker Patrika

হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ৫ ক্রুকে মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৫২
হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ৫ ক্রুকে মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে বিধ্বস্ত হওয়া সামরিক হেলিকপ্টারের নিখোঁজ পাঁচ ক্রু সদস্যকে মৃত ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট। এমএইচ-৬০এস হেলিকপ্টারটি ৩১ আগস্ট প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের শেষে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযানে ৩৪টি অনুসন্ধান ও উদ্ধারকারী ফ্লাইট কাজ করেছে। সারফেস ভেসেল সার্চের সঙ্গে কাজ করেছে পাঁচটি হেলিকপ্টার। তবে নিহতদের পরিবারের প্রতি সম্মান জানাতে এবং নৌবাহিনী নীতি অনুসারে, নাবিকদের পরিচয় তাদের আত্মীয়-স্বজনদের জানার পর ২৪ ঘণ্টা পর্যন্ত গোপন রাখা হবে। 

জানা যায়, যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবন্দর থেকে মঙ্গলবার হেলিকপ্টারটি উড্ডয়ন করে। মঙ্গলবার বিকেলে সান ডিয়েগো উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটিতে থাকা আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন। শনিবার পর্যন্ত তাঁদের অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন প্রশান্ত মহাসাগর বহরের মুখপাত্র লেফটেন্যান্ট স্যামুয়েল আর বয়েল। 

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, এমএইচ-৬০এস হেলিকপ্টার সাধারণত ৪ জন ক্রু বহন করে। যুদ্ধ সহায়তা, মানবিক বিপর্যয়ে ত্রাণ পৌঁছানো, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত