Ajker Patrika

দুই বছরের শিশুর হাত ট্রিগারে, গুলিতে প্রাণ গেল মায়ের

অনলাইন ডেস্ক    
সন্তান কোলে জিসিনিয়া মিনা। গো ফান্ডে প্রকাশিত পারিবারিক ছবি
সন্তান কোলে জিসিনিয়া মিনা। গো ফান্ডে প্রকাশিত পারিবারিক ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে দুই বছর বয়সী একটি শিশুর হাত অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ২২ বছর বয়সী মা প্রাণ হারিয়েছেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। জেসিনিয়া মিনা নামের ওই নারী বুকে গুলিবিদ্ধ হন। তাঁর ছোট ছেলে বাড়ির শোয়ার ঘরে লোড করা একটি বন্দুক পেয়ে ট্রিগারে চাপ দেয়। বন্দুকটি ওই নারীর প্রেমিক অ্যান্ড্রু সানচেজের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য সানচেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশের লেফটেন্যান্ট পল সার্ভেন্টেস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি মুহূর্তের জন্য শিশুটি বন্দুক হাতে পায় এবং ট্রিগারে চাপ দেয়। এ সময় তার মা মিনা বিছানায় শোয়া অবস্থায় গুলিবিদ্ধ হন।

মিনাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। লেফটেন্যান্ট সার্ভেন্টেস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অস্ত্র সঠিকভাবে সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ।’

পুলিশ জানিয়েছে, মিনা এবং তাঁর সন্তানেরা তাঁর প্রেমিকের সঙ্গে সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবাই বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার সময় মিনার ৮ মাস বয়সী আরেকটি সন্তানও বাড়িতে ছিল।

সানচেজ একটি ৯ এমএম লোডেড বন্দুক শোয়ার ঘরে রেখে গিয়েছিলেন। সেটি শিশুদের নাগালের মধ্যেই ছিল। শুক্রবারের ঘটনার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সানচেজের বিরুদ্ধে শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে রাখা এবং অপরাধমূলক অস্ত্র সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এর আগে তাঁর অপরাধের কোনো রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ক্যালিফোর্নিয়ার একটি শপিং সেন্টারের ট্রাকে ৭ বছর বয়সী এক বালক অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দেওয়ায় তার ২ বছর বয়সী ভাই নিহত হয়। এর কয়েক দিন আগেই আরেকটি ঘটনায় ৩ বছর বয়সী শিশু একটি বন্দুক চালিয়ে তার ১ বছর বয়সী ভাই–বোনকে আহত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত