Ajker Patrika

টেক্সাসের আদালতে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

টেক্সাসের আদালতে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের অপরাধে জড়িত থাকার দায়ে বাংলাদেশি নাগরিক মিলন হোসেনের ৪৬ মাস কারাদণ্ড দিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের আদালত। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমনটি বলা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ৪১ বছর বয়সী বাংলাদেশের মোহাম্মদ মিলন হোসেন মেক্সিকোর তাপাছুলাতে বসবাস করতেন। তিনি দক্ষিণ ও মধ্য আমেরিকা , মেক্সিকো এবং বাংলাদেশ  লোকজনকে বিপুল টাকার বিনিময়ুএ মার্কিন সীমান্তের কাছে নিয়ে আসতেন। পাচারের শিকার হওয়া লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে রাখতেন মেক্সিকোর তাপাছুলার একটি হোটেলে।  সেখান থেকে তাঁর সহযোগী মোক্তার হোসেনের ওই লোকজনকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সহায়তা করতেন।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের অপরাধ বিভাগের সহকারী মার্কিন অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলিট বলেন, মানব পাচাকারীরা বৈশ্বিক পরিমণ্ডলে তৎপরতা চালিয়ে বাংলাদেশের অভিবাসীদের জীবনকে ঝুঁকিতে ফেলছেন।  হোসেনের মতো মানব চোরাচালানীদের বিচারের আওতায় আনতে মার্কিন বিচার বিভাগ যুক্তরাষ্ট্রে এবং বিদেশে আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত