যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রাম্যান্টো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অদূরের কোনো এক জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে আর লোকজন ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্যাক্রাম্যান্টো পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যারি অ্যাকিয়াস নামে স্থানীয় এক ব্যক্তি জানান, গুলি চালানোর পরপরই তিনি ঘটনাস্থলে আসেন। ব্যারি বলেন, ‘এসেই প্রথমে যে জিনিসটি আমি দেখেছি তা হলো একটি অল্পবয়সী মেয়ের শরীরে ছোপ ছোপ রক্ত, আরেকটি মেয়ে তাঁর চোখ থেকে চশমা খুলে ফেলছে, আরেকজন মেয়ে চিৎকার করে বলছে, “ওরা আমার বোনকে মেরে ফেলেছে”, এক মা দৌড়ে আসছেন—আমার ছেলে কোথায়, আমার ছেলের কী হয়েছে বলতে বলতে।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রাম্যান্টো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অদূরের কোনো এক জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে আর লোকজন ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্যাক্রাম্যান্টো পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যারি অ্যাকিয়াস নামে স্থানীয় এক ব্যক্তি জানান, গুলি চালানোর পরপরই তিনি ঘটনাস্থলে আসেন। ব্যারি বলেন, ‘এসেই প্রথমে যে জিনিসটি আমি দেখেছি তা হলো একটি অল্পবয়সী মেয়ের শরীরে ছোপ ছোপ রক্ত, আরেকটি মেয়ে তাঁর চোখ থেকে চশমা খুলে ফেলছে, আরেকজন মেয়ে চিৎকার করে বলছে, “ওরা আমার বোনকে মেরে ফেলেছে”, এক মা দৌড়ে আসছেন—আমার ছেলে কোথায়, আমার ছেলের কী হয়েছে বলতে বলতে।’
প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হয়। আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।’
২৭ মিনিট আগেমাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নেপাল সরকার। নতুন আইনের খসড়া অনুযায়ী, এভারেস্টে আরোহণের জন্য পর্বতারোহীদের নেপালের ভেতরে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ জয় করতে হবে।
৪২ মিনিট আগেপেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে তীব্র আপত্তি প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগেকানাডার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নির্ধারণের জন্য দেশজুড়ে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। দলীয় সহকর্মী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র ছয় সপ্তাহ পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে