Ajker Patrika

জাস্টিন ট্রুডো ও সোফির বিচ্ছেদের ঘোষণা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২: ৫৭
Thumbnail image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো আলাদা হয়ে যাচ্ছেন। বুধবার ইন্সটাগ্রামে এক বিবৃতিতে ১৮ বছরের দাম্পত্য জীবন অবসানের ঘোষণা দেন তাঁরা।

বিবৃতিতে এই দম্পতি বলেন, ‘অর্থবহ এবং জটিল কথোপকথনের’ মধ্য দিয়েই তাঁরা এই সিদ্ধান্তে এসেছেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের অবসান হলেও সন্তানদের নিয়ে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসাসহ ঘনিষ্ঠ পরিবার’ হিসেবেই তাঁরা থাকবেন। 

সন্তানদের ‘মঙ্গল ও সম্মানের কথা চিন্তা করে’ বিচ্ছেদের বিষয়টি তাঁরা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। 

সোফি ও জাস্টিনের প্রথম পরিচয় শৈশবে। ২০০৫ সালে বিয়ে করেন তারা। সেলিব্রিটি এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে আছে। 

জাস্টিন প্রায়ই প্রকাশ্যে তাঁর স্ত্রীর প্রশংসা করেন। গত এপ্রিলেও সোফির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনসহ দুটি সেলফি পোস্ট করে ভালোবাসা জানান দেন।

গত মে মাসে মা দিবসের পোস্টে সোফি ও নিজের মাকে সবচেয়ে শক্তিশালী, সাহসী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রশংসা করেন জাস্টিন। পরে জুন মাসে বাবা দিবসের পোস্টে স্বামীকে প্রশংসায় ভাসান সোফি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত