অনলাইন ডেস্ক
বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।
আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে।
গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন।
বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন ।
উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।
বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।
আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে।
গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন।
বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন ।
উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৩৮ মিনিট আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৩ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৪ ঘণ্টা আগে