যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা থেকে তাঁকে কেউই বিরত রাখতে পারবে না। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর বললেই তিনি কেবল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
গতকাল শুক্রবার এবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাইডেন আবারও দাবি করেন, যদি কেউ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারে, সেটি একমাত্র তিনিই। তবে তাঁর এই দাবি নিজ দল তথা ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক বা সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হয় না। এ সময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে হারা বিতর্ককে ‘বাজে ঘটনা’ বলেও আখ্যা দেন।
সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো গুরুতর অবস্থার ইঙ্গিত নেই। আমি সেদিন স্রেফ ক্লান্ত ছিলাম। আমি প্রস্তুতির ক্ষেত্রে আমার প্রবৃত্তির কথা শুনিনি এবং...এবং এটি ছিল একটি খারাপ রাত। আমার জন্য এটি স্রেফ একটি বাজে রাত ছিল। তবে আমি ঠিক জানি না কেন এমনটা ঘটেছে।’
সাক্ষাৎকারে এবিসির সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি ট্রাম্পকে হারাতে পারবেন—এমন বিশ্বাস রাখা যৌক্তিক হবে কি? জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না, আমার চেয়ে যোগ্য কেউ আছে।’ এ সময় বিভিন্ন জরিপে তাঁর চেয়ে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করা হলে বাইডেন বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়।
বাইডেনের কাছে উপস্থাপক আরও জানতে চান, মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট নেতারা যদি মনে করেন যে, বাইডেন দলের প্রার্থীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবেন, সে ক্ষেত্রে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি? জবাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাইডেন বলেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে এসে আমাকে এমনটা করতে বলে, তাহলে হয়তো আমি তা করতে পারি।’
অপর এক প্রশ্নে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি নির্বাচনী লড়াইয়ে থাকার পর যদি ট্রাম্পের কাছে হেরে যান, তাহলে তাঁর কেমন লাগবে? উত্তরে বাইডেন বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পর, আমার সামর্থ্য অনুসারে সবটা করার পরও যদি এমনটা হয়, তাহলে যেমন অনুভূত হওয়ার কথা, আমারও সেরকমই অনুভূতি হবে।’
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা থেকে তাঁকে কেউই বিরত রাখতে পারবে না। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর বললেই তিনি কেবল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
গতকাল শুক্রবার এবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাইডেন আবারও দাবি করেন, যদি কেউ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারে, সেটি একমাত্র তিনিই। তবে তাঁর এই দাবি নিজ দল তথা ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক বা সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হয় না। এ সময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে হারা বিতর্ককে ‘বাজে ঘটনা’ বলেও আখ্যা দেন।
সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো গুরুতর অবস্থার ইঙ্গিত নেই। আমি সেদিন স্রেফ ক্লান্ত ছিলাম। আমি প্রস্তুতির ক্ষেত্রে আমার প্রবৃত্তির কথা শুনিনি এবং...এবং এটি ছিল একটি খারাপ রাত। আমার জন্য এটি স্রেফ একটি বাজে রাত ছিল। তবে আমি ঠিক জানি না কেন এমনটা ঘটেছে।’
সাক্ষাৎকারে এবিসির সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, তিনি ট্রাম্পকে হারাতে পারবেন—এমন বিশ্বাস রাখা যৌক্তিক হবে কি? জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না, আমার চেয়ে যোগ্য কেউ আছে।’ এ সময় বিভিন্ন জরিপে তাঁর চেয়ে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করা হলে বাইডেন বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়।
বাইডেনের কাছে উপস্থাপক আরও জানতে চান, মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট নেতারা যদি মনে করেন যে, বাইডেন দলের প্রার্থীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবেন, সে ক্ষেত্রে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি? জবাবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাইডেন বলেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে এসে আমাকে এমনটা করতে বলে, তাহলে হয়তো আমি তা করতে পারি।’
অপর এক প্রশ্নে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি নির্বাচনী লড়াইয়ে থাকার পর যদি ট্রাম্পের কাছে হেরে যান, তাহলে তাঁর কেমন লাগবে? উত্তরে বাইডেন বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পর, আমার সামর্থ্য অনুসারে সবটা করার পরও যদি এমনটা হয়, তাহলে যেমন অনুভূত হওয়ার কথা, আমারও সেরকমই অনুভূতি হবে।’
আরও খবর পড়ুন:
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৫ ঘণ্টা আগে