Ajker Patrika

‘মুখ ফসকে ওসামা বিন লাদেনকে শহীদ বলেছেন ইমরান খান’

‘মুখ ফসকে ওসামা বিন লাদেনকে শহীদ বলেছেন ইমরান খান’

ঢাকা: মার্কিন হামলায় নিহত জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী আল-কায়েদার সাবেক নেতা ওসামাকে মুখ ফসকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন। বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি এমনটি জানান। 

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তান ওসামা বিন লাদেনকে ‘সন্ত্রাসী’ এবং আল-কায়েদাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মনে করে। 

গত জুনে পাকিস্তানের সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে শহীদ করেছেন। সামাজিক যোগাযোগামাধ্যমে সেই মন্তব্যের একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। 

তোলো নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেন, ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। 

 ২০১১ সালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের বিশেষ অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার অভিযোগ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন

জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মঞ্জু, ‘প্রকৃত সত্য সামনে আসবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ