Ajker Patrika

শুধুমাত্র যুদ্ধের আবর্জনা সরানোর জন্য পাকিস্তানকে কার্যকর মনে করে যুক্তরাষ্ট্র: ইমরান খান 

শুধুমাত্র যুদ্ধের আবর্জনা সরানোর জন্য পাকিস্তানকে কার্যকর মনে করে যুক্তরাষ্ট্র: ইমরান খান 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শুধুমাত্র যুদ্ধের আবর্জনা সরানোর জন্য পাকিস্তানকে কার্যকর মনে করে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এ অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর রেখে যাওয়া ‘আবর্জনা’ সরানোর জন্যই শুধুমাত্র পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।  

মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।

ইমরান খান বলেন, আমার মনে হয় ভারতকে এখন কৌশলগত সহযোগী মনে করে যুক্তরাষ্ট্র। এ জন্যই তারা পাকিস্তানের সঙ্গে ভিন্ন আচরণ করছে। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কঠিন বলে মনে করেন ইমরান খান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের কোনো সেনাঘাঁটি পাকিস্তানে থাকুক এটি ইসলামাবাদ চায় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত