সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তাঁর আগের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তাঁর সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাঁর জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।
পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তাঁর তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তাঁর বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
জিও নিউজ বলছে, লোকটি যখন তাঁর বিয়ের অনুষ্ঠানে ছিল, তখন তাঁর সাবেক স্ত্রী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছেন। তাঁরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।
প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এর পর থেকে তাঁরা ওই ব্যক্তির (আদনানের) মা–বাবার পাশের একটি বাড়িতেই থাকতেন।
তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তাঁর পিতা–মাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তাঁর আগের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তাঁর সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাঁর জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।
পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তাঁর তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তাঁর বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
জিও নিউজ বলছে, লোকটি যখন তাঁর বিয়ের অনুষ্ঠানে ছিল, তখন তাঁর সাবেক স্ত্রী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছেন। তাঁরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।
প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এর পর থেকে তাঁরা ওই ব্যক্তির (আদনানের) মা–বাবার পাশের একটি বাড়িতেই থাকতেন।
তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তাঁর পিতা–মাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
২২ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে