Ajker Patrika

পাকিস্তানে ভারী বর্ষণ–বজ্রপাতে নিহত ২৭

পাকিস্তানে ভারী বর্ষণ–বজ্রপাতে নিহত ২৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪৭ জন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে দ্য ডন জানায়, প্রদেশটির বান্নুতে ১৫ জন, কারাকে পাঁচজন, লাক্কি মারওয়াতে পাঁচজন ও দেরা ইসমাইল খানে দুজন নিহত হয়েছেন। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিদ্যালয় ও ৬৯টি বাড়ি। 

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, একজন নারী ও আট শিশু রয়েছে। 

সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অন্যান্য বিভাগের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রশংসা করেছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। 

এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত