পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে দেশটির প্রতিনিধিদল। গতকাল শনিবার ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফের নেতৃত্বে ১৭ সদস্যের দলটি সেখানে পৌঁছায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উপজাতি নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিন কাবুলে অবস্থান করবে।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল টিটিপির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সংবিধানে ইসলামবিরোধী কিছু নেই এমন মর্মে টিটিপিকে আশ্বস্ত করতে পেরেছেন তাকি উসমান।
তিনি টিটিপিকে আরও বলেছেন, সংবিধানে ইসলামবিরোধী কিছু আছে এমন মনে করলেও সংগঠনটির পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
বৈঠকে উপজাতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আলাদা অঞ্চলের প্রসঙ্গ তুলেছিল টিটিপি। তবে বিষয়টি নিয়ে আলাপে অস্বীকৃতি জানান তাকি উসমানি।
বৈঠকের বিষয়ে তাকি উসমান, পাকিস্তান সরকার বা টিটিপি কারওরই আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।
এরই মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা চেয়ে দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে টিটিপি। একই সঙ্গে নিজেদের দাবির একটি তালিকা তাকি উসমানির প্রতিনিধিদলের কাছেও হস্তান্তর করেছে সংগঠনটি।
পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে দেশটির প্রতিনিধিদল। গতকাল শনিবার ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফের নেতৃত্বে ১৭ সদস্যের দলটি সেখানে পৌঁছায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উপজাতি নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিন কাবুলে অবস্থান করবে।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল টিটিপির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সংবিধানে ইসলামবিরোধী কিছু নেই এমন মর্মে টিটিপিকে আশ্বস্ত করতে পেরেছেন তাকি উসমান।
তিনি টিটিপিকে আরও বলেছেন, সংবিধানে ইসলামবিরোধী কিছু আছে এমন মনে করলেও সংগঠনটির পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
বৈঠকে উপজাতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আলাদা অঞ্চলের প্রসঙ্গ তুলেছিল টিটিপি। তবে বিষয়টি নিয়ে আলাপে অস্বীকৃতি জানান তাকি উসমানি।
বৈঠকের বিষয়ে তাকি উসমান, পাকিস্তান সরকার বা টিটিপি কারওরই আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।
এরই মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা চেয়ে দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে টিটিপি। একই সঙ্গে নিজেদের দাবির একটি তালিকা তাকি উসমানির প্রতিনিধিদলের কাছেও হস্তান্তর করেছে সংগঠনটি।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে