Ajker Patrika

টিটিপির সঙ্গে বৈঠক করতে কাবুলে পাকিস্তানের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০: ৪২
Thumbnail image

পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে দেশটির প্রতিনিধিদল। গতকাল শনিবার ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফের নেতৃত্বে ১৭ সদস্যের দলটি সেখানে পৌঁছায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উপজাতি নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিন কাবুলে অবস্থান করবে।

এর আগে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল টিটিপির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।

একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সংবিধানে ইসলামবিরোধী কিছু নেই এমন মর্মে টিটিপিকে আশ্বস্ত করতে পেরেছেন তাকি উসমান।

তিনি টিটিপিকে আরও বলেছেন, সংবিধানে ইসলামবিরোধী কিছু আছে এমন মনে করলেও সংগঠনটির পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

বৈঠকে উপজাতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আলাদা অঞ্চলের প্রসঙ্গ তুলেছিল টিটিপি। তবে বিষয়টি নিয়ে আলাপে অস্বীকৃতি জানান তাকি উসমানি।

বৈঠকের বিষয়ে তাকি উসমান, পাকিস্তান সরকার বা টিটিপি কারওরই আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।

এরই মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা চেয়ে দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে টিটিপি। একই সঙ্গে নিজেদের দাবির একটি তালিকা তাকি উসমানির প্রতিনিধিদলের কাছেও হস্তান্তর করেছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত