Ajker Patrika

ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত, বাড়ি থেকে জব্দ একে-৪৭

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩: ৫৩
ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত, বাড়ি থেকে জব্দ একে-৪৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। 

আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। 

পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়। 

লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালায় পুলিশ। ছবি: এএফপিএদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত। 

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত