ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, সোমবার এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার জরুরি অবস্থার সিদ্ধান্তের কথা জানান।
পাঞ্জাবে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হচ্ছে। যার কারণে যৌন হয়রানি, নিপীড়ন এবং ধর্ষণের মতো ঘটনা মোকাবিলা করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে দেশটির সরকার।
আত্তা তারার বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়া সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। এ ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করছে।
তিনি বলেন, এ বিষয়ে সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হবে। এর পাশাপাশি নিজেদের সন্তানদের নিরাপত্তার গুরুত্ব শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সন্তানদের কীভাবে রক্ষা করতে হয় তা মা-বাবার শেখার সময় এসেছে। সরকার দ্রুত গতিতে ডিএনএ নমুনা সংগ্রহের সংখ্যা বাড়াবে। যৌন হয়রানির ঘটনা রোধে দুই সপ্তাহের মধ্যে একটি পদক্ষেপ কার্যকর করা হবে, যার ফলে এই ধরনের ঘটনাগুলো হ্রাস পাবে।
লিঙ্গ সহিংসতা এবং দেশের নারীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে পাকিস্তান। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০২১ র্যাঙ্কিং অনুসারে, বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তান ১৫৩ তম অবস্থানে রয়েছে। তালিকায় ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানের ঠিক ওপরে রয়েছে পাকিস্তান।
ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, সোমবার এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার জরুরি অবস্থার সিদ্ধান্তের কথা জানান।
পাঞ্জাবে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হচ্ছে। যার কারণে যৌন হয়রানি, নিপীড়ন এবং ধর্ষণের মতো ঘটনা মোকাবিলা করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে দেশটির সরকার।
আত্তা তারার বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়া সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। এ ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করছে।
তিনি বলেন, এ বিষয়ে সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হবে। এর পাশাপাশি নিজেদের সন্তানদের নিরাপত্তার গুরুত্ব শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সন্তানদের কীভাবে রক্ষা করতে হয় তা মা-বাবার শেখার সময় এসেছে। সরকার দ্রুত গতিতে ডিএনএ নমুনা সংগ্রহের সংখ্যা বাড়াবে। যৌন হয়রানির ঘটনা রোধে দুই সপ্তাহের মধ্যে একটি পদক্ষেপ কার্যকর করা হবে, যার ফলে এই ধরনের ঘটনাগুলো হ্রাস পাবে।
লিঙ্গ সহিংসতা এবং দেশের নারীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে পাকিস্তান। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০২১ র্যাঙ্কিং অনুসারে, বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তান ১৫৩ তম অবস্থানে রয়েছে। তালিকায় ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানের ঠিক ওপরে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৫ ঘণ্টা আগে