Ajker Patrika

‘ভারতের জনসংখ্যা ৪০০ কোটি’ বেফাঁস মন্তব্যে হাসির পাত্র ইমরান খান

‘ভারতের জনসংখ্যা ৪০০ কোটি’ বেফাঁস মন্তব্যে হাসির পাত্র ইমরান খান

ভারতের বর্তমান জনসংখ্যা ১ বিলিয়ন ৩০০ কোটি। অর্থাৎ ৪০০ কোটি। একটি ভাষণে এমন বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের বক্তৃতার ছোট একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪০-৫০ লাখ মানুষের নিউজিল্যান্ড ১ বিলিয়ন ৩০০ কোটি মানুষের ভারতকে হারিয়েছে।

 ইমরানের বক্তব্য অনুযায়ী ভারতের জনসংখ্যা দাঁড়াচ্ছে ৪০০ কোটি। কিন্তু ভারতের প্রকৃত জনসংখ্যা ১৩৬ কোটি। স্বাভাবিক ভাবেই এমন মন্তব্যের জন্য ট্রলড হতে হচ্ছে তাঁকে।  

 প্রসঙ্গত,  দীর্ঘদিন সারা পৃথিবী জুড়ে ক্রিকেট খেলে বেড়িয়েছেন ইমরান। পড়াশোনা করেছেন লন্ডনে। আন্তর্জাতিক জগতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরেও কী করে তিনি এমন মন্তব্য করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ইমরান সমর্থকদের দাবি,   মুখ ফসকে বলে ফেলেছেন তিনি।

এর আগেও নানা সময়ই ট্রলড হতে হয়েছে ইমরানকে। উজবেকিস্তান-পাকিস্তান বাণিজ্য ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উজবেকিস্তানের ইতিহাস আমি উজবেক নাগরিকদের থেকেও বেশি জানি।  এমন মন্তব্যের কারণেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ইমরানকে। ২০১৯ সালে বিশকেকে এসসিও সামিটে অংশ নেওয়ার সময় অন্য রাষ্ট্রনেতারা দাঁড়িয়ে থাকার সময় বসে পড়েছিলেন ইমরান। সেই সময়ও ওই আচরণের জন্য ট্রলড হতে হয়েছিল পাক প্রধানমন্ত্রীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত