আফগানিস্তানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান সদস্যরা। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান খানের সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।
ইমরান খান বলেন, যখন তাঁরা তিন চার মাস আগে আমার কাছে এসেছিল আমি তাঁদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম। তখন তাঁরা শর্ত দেয় যে আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তাঁরা আলোচনায় বসবে না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে আফগানিস্তানের ১০ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান সদস্যরা। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান খানের সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।
ইমরান খান বলেন, যখন তাঁরা তিন চার মাস আগে আমার কাছে এসেছিল আমি তাঁদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম। তখন তাঁরা শর্ত দেয় যে আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তাঁরা আলোচনায় বসবে না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে আফগানিস্তানের ১০ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৫ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৮ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৮ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
১০ ঘণ্টা আগে