অনলাইন ডেস্ক
পাকিস্তানের সশস্ত্রবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারতকে দায়ী করেছেন। গতকাল শুক্রবার তিনি ভারতকে বেলুচিস্তানে ‘সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক’ বলে অভিযুক্ত করেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলুচিস্তানের সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) গত মঙ্গলবার দুপুরে প্রদেশের দুর্গম বোলান পাহাড়ি এলাকার মাশকাফে রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। পরদিন নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে এবং ৩৩ জন আক্রমণকারীকে হত্যা করে।
এই প্রসঙ্গে গতকাল শুক্রবার পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরদার সরফরাজ বুগতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী বলেন, ‘আমাদের বুঝতে হবে যে, বেলুচিস্তানে এই সন্ত্রাসী হামলা এবং এর আগের ঘটনাগুলোর মূল পৃষ্ঠপোষক হলো আমাদের পূর্ব দিকের প্রতিবেশী (ভারত)।’ তবে, নয়া দিল্লি অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা ‘জাফর এক্সপ্রেস হামলাকে গৌরবোজ্জ্বলভাবে উপস্থাপন’ করেছে এবং জিম্মি সংকট চলাকালে যখন বাহিনী পরিস্থিতি মূল্যায়ন করছিল, তখন তারা তথ্যযুদ্ধ চালিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বিএলএ-এর শেয়ার করা ছবি-ভিডিওর ব্যাপক প্রচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয় গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীর শেয়ার করা ভিডিও ব্যবহার করছিল। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি এবং পুরোনো ভিডিওও ব্যবহার করেছে হামলাটিকে আন্তর্জাতিকভাবে গৌরবোজ্জ্বলভাবে প্রচার করার জন্য।’
এক প্রশ্নের জবাবে সামরিক মুখপাত্র জানান, উদ্ধার অভিযানে ৩৩ জন আক্রমণকারী নিহত হয়েছে, এবং যাত্রীদের মধ্যে হামলাকারীদের গুলিতে নিহতের সংখ্যা ২১ থেকে বেড়ে ২৬ হয়েছে। তিনি বলেন, ‘নিহত ২৬ জনের মধ্যে ১৮ জন সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্য, ৩ জন রেলওয়ে কর্মী এবং বাকি ৫ জন বেসামরিক নাগরিক।’ তিনি আরও জানান, হামলার সময় ফ্রন্টিয়ার কর্পসের আরও পাঁচজন সৈন্য নিহত হয়েছে।
পাকিস্তানের সশস্ত্রবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারতকে দায়ী করেছেন। গতকাল শুক্রবার তিনি ভারতকে বেলুচিস্তানে ‘সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক’ বলে অভিযুক্ত করেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলুচিস্তানের সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) গত মঙ্গলবার দুপুরে প্রদেশের দুর্গম বোলান পাহাড়ি এলাকার মাশকাফে রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। পরদিন নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে এবং ৩৩ জন আক্রমণকারীকে হত্যা করে।
এই প্রসঙ্গে গতকাল শুক্রবার পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরদার সরফরাজ বুগতির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী বলেন, ‘আমাদের বুঝতে হবে যে, বেলুচিস্তানে এই সন্ত্রাসী হামলা এবং এর আগের ঘটনাগুলোর মূল পৃষ্ঠপোষক হলো আমাদের পূর্ব দিকের প্রতিবেশী (ভারত)।’ তবে, নয়া দিল্লি অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
লেফটেন্যান্ট জেনারেল আহমাদ শরীফ চৌধুরী ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা ‘জাফর এক্সপ্রেস হামলাকে গৌরবোজ্জ্বলভাবে উপস্থাপন’ করেছে এবং জিম্মি সংকট চলাকালে যখন বাহিনী পরিস্থিতি মূল্যায়ন করছিল, তখন তারা তথ্যযুদ্ধ চালিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বিএলএ-এর শেয়ার করা ছবি-ভিডিওর ব্যাপক প্রচারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয় গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীর শেয়ার করা ভিডিও ব্যবহার করছিল। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি এবং পুরোনো ভিডিওও ব্যবহার করেছে হামলাটিকে আন্তর্জাতিকভাবে গৌরবোজ্জ্বলভাবে প্রচার করার জন্য।’
এক প্রশ্নের জবাবে সামরিক মুখপাত্র জানান, উদ্ধার অভিযানে ৩৩ জন আক্রমণকারী নিহত হয়েছে, এবং যাত্রীদের মধ্যে হামলাকারীদের গুলিতে নিহতের সংখ্যা ২১ থেকে বেড়ে ২৬ হয়েছে। তিনি বলেন, ‘নিহত ২৬ জনের মধ্যে ১৮ জন সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্য, ৩ জন রেলওয়ে কর্মী এবং বাকি ৫ জন বেসামরিক নাগরিক।’ তিনি আরও জানান, হামলার সময় ফ্রন্টিয়ার কর্পসের আরও পাঁচজন সৈন্য নিহত হয়েছে।
পশ্চিমবঙ্গের বীরভূমে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের কিছু অংশে চার দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।
২ ঘণ্টা আগেপাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার নিষিদ্ধ। তবুও কিছু কিছু সরকারি দপ্তর এখনো এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) কাছে জানতে চেয়েছে। এক্স-এর নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা...
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ৪৩টি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে। এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তারা।
৮ ঘণ্টা আগেকিউবায় আবারও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটি জাতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা গতকাল শুক্রবার রাতে ভেঙে পড়ে, যার ফলে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং দেশটির এক কোটি দশ লক্ষাধিক মানুষ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগে