Ajker Patrika

প্রথম নারী ব্রিগেডিয়ার পেল পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়

আপডেট : ০২ জুন ২০২৪, ২২: ১২
প্রথম নারী ব্রিগেডিয়ার পেল পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়

পাকিস্তান সেনাবাহিনীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়েছেন ডা. হেলেন মেরি রবার্টস। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের সদস্য। আজ রোববার পাকিস্তান সরকার তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ডা. হেলেন মেরি রবার্টসের পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট। পোস্টে বলা হয়েছে, ‘পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হেলেন মেরি রবার্টসকে আর্মি মেডিকেল কোরের ব্রিগেডিয়ার পদে উন্নীত করায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অভিনন্দন।’ 

পাকিস্তান সেনাবাহিনীতে ২৬ বছর ধরে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ডা. হেলেন মেরি রবার্টস। তাঁর পদোন্নতিতে অভিনন্দন বার্তায় শাহবাজ শরিফ বলেছেন, ‘ব্রিগেডিয়ার হেলেন মেরি রবার্টস পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম নারী ব্রিগেডিয়ার, আমি এবং সমগ্র জাতি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’ 
 
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, কর্নেল ডা. হেলেন মেরি রবার্টস পাকিস্তান সেনাবাহিনীতে মেধা ও জাতীয় প্রতিনিধিত্বের আরেকটি জীবন্ত উদাহরণ। আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানান, ডা. হেলেন মেরি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী সার্জন জেনারেল। 
 
এর আগে, পাকিস্তান সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য ডিঙিয়ে প্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন নিগার জোহার। পরে ২০২০ সালে নিগার জোহার পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত