Ajker Patrika

আইএমএফের ঋণ পেতে প্রায় দেউলিয়া পাকিস্তানকে যা যা করতে হচ্ছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২১
আইএমএফের ঋণ পেতে প্রায় দেউলিয়া পাকিস্তানকে যা যা করতে হচ্ছে

মিনি বাজেট হিসেবে পরিচিতি অর্থ বিলে সই করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে এবং আইএমএফের শর্ত পূরণ করে ঋণ পেতে এছাড়া তাঁর উপায় ছিল না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ বৃহস্পতিবারই তিনি এই বিলে অনুমোদন দিচ্ছেন জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন বলছে, দুই দিন আগে পাকিস্তানের জাতীয় পরিষদে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিলটি প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠান।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট বিলটির অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানের সংবিধানের ৭৫ (১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, অর্থবিল প্রত্যাখ্যান করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

এ সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বহুল প্রতীক্ষিত ঋণচুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, এতে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার পথ তৈরি হবে দেশটির।

এর আগে সূত্রের বরাত দিয়ে ডন বলেছিল, আগামী ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আইএমএফ স্টাফ লেভেলে চুক্তি করবে। এরপর মার্চের প্রথম সপ্তাহে আইএমএফের নির্বাহী বোর্ডের সঙ্গে পাকিস্তান সরকারের বৈঠক হবে।

আইএমএফ তাদের শর্তে বলেছিল, ঋণ পেতে হলে পাকিস্তান সরকারকে ১ কোটি ৭০ লাখ রুপি কর আদায় বাড়াতে হবে। এর মধ্যে ১ কোটি ১৫ লাখ রুপি আদায়ের বিষয়টি এসআরও (স্ট্যাচুয়ারি রেগুলেটরি অর্ডার) জারির মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি কার্যকর করা হয়েছে।

এখন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সম্মতির পরে অবশিষ্ট ৫ হাজার ৫০০ কোটি রুপির কর আরোপ কার্যকর হবে।

Arif-alvi

অর্থ বিল- ২০২৩ এ সেখানে ৮৬০টি শুল্ক হারের অধীনে ৩৩ ধরণের পণ্যসম্ভার রয়েছে। এসব পণ্যে আরোপিত চলমান জিএসটির (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও সেবা কর) হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

এসব পণ্যের মধ্যে উচ্চ মানের মোবাইল ফোন, আমদানি করা খাবার, সাজসজ্জা সামগ্রী ও বিলাসবহুল সামগ্রী রয়েছে।

এ ছাড়া সিমেন্টের ওপর আবগারি শুল্ক প্রতি কিলোগ্রামে দেড় রুপি থেকে বাড়িয়ে ২ রুপি করা হয়েছে। কার্বনেটেড অথবা এরেটেড পানীয়ের ওপর আবগারি শুল্ক ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। এতে সরকারের বাড়তি ১ হাজার কোটি রুপির রাজস্ব আদায় হবে।

অন্যদিকে ৪০০ কোটি রুপি বাড়তি কর আদায় করতে আম, কমলা ইত্যাদির মতো জুস ও অন্যান্য পানীয়ের ওপর ১০ শতাংশ নতুন আবগারি কর প্রস্তাব করা হয়েছে। উড়োজাহাজ টিকিটের ওপরেও আবগারি শুল্ক বাড়িয়েছে পাকিস্তান সরকার। এতে ১ হাজার কোটি রুপির যোগান হবে।

তীব্র অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০০ কোটি রুপির নিচে নেমে এসেছে। আইএমএফের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান ১২০ কোটি ডলার ঋণ পাবে। এতে পাকিস্তানের অর্থায়নের অন্যান্য উপায়ও খুলে যাবে বলে আশা করছে পাকিস্তান সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত