আজকের পত্রিকা ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে অন্তত তিন জায়গায় হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি বলে ভারত সরকার দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ‘সন্ত্রাসী স্থাপনার’ ওপর নিখুঁত হামলা চালিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে মোট ৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যেগুলো থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।
এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, ‘আমাদের পদক্ষেপ ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত সর্বোচ্চ সংযম দেখিয়েছে।’
ভারত সরকার হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় সেনাবাহিনী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলে, ‘বিচার হয়েছে, জয় হিন্দ!’
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তানের আলোচিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান ঘাঁটি এই মুরিদকে। আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর হচ্ছে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি, যা পরিচালনা করে সন্ত্রাসী মাসউদ আজহার।
দেশজুড়ে ভারতের নিরাপত্তা মহড়ার প্রস্তুতির মধ্যে এই হামলা হলো। পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ করে বলেছিলেন, ২০১৯ সালের পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এই হামলার পর প্রধানমন্ত্রী মোদি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। গতকাল হামলার কয়েক ঘণ্টা আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।
এই হামলার জবাব ভারত কীভাবে দেবে, তা বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। এর মধ্যে গত সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।
এর আগের দিন তিনি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন।
আরও খবর পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে অন্তত তিন জায়গায় হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি বলে ভারত সরকার দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ‘সন্ত্রাসী স্থাপনার’ ওপর নিখুঁত হামলা চালিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে মোট ৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যেগুলো থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।
এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, ‘আমাদের পদক্ষেপ ছিল সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত সর্বোচ্চ সংযম দেখিয়েছে।’
ভারত সরকার হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় সেনাবাহিনী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলে, ‘বিচার হয়েছে, জয় হিন্দ!’
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত।
পাকিস্তানের আলোচিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান ঘাঁটি এই মুরিদকে। আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর হচ্ছে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি, যা পরিচালনা করে সন্ত্রাসী মাসউদ আজহার।
দেশজুড়ে ভারতের নিরাপত্তা মহড়ার প্রস্তুতির মধ্যে এই হামলা হলো। পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ করে বলেছিলেন, ২০১৯ সালের পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
এই হামলার পর প্রধানমন্ত্রী মোদি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। গতকাল হামলার কয়েক ঘণ্টা আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।
এই হামলার জবাব ভারত কীভাবে দেবে, তা বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। এর মধ্যে গত সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।
এর আগের দিন তিনি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন।
আরও খবর পড়ুন:
ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। অবশ্য ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
২০ মিনিট আগেভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৪৪ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১ ঘণ্টা আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
১ ঘণ্টা আগে