আজকের পত্রিকা ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি অপারেশন ইয়ালঘার নামে এক অভিযানে তাঁদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অব অপারেশনস শাহজাদা সুলতান এ তথ্য জানিয়েছে। সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে টোবা টেক সিং জেলা থেকে।
গ্রেপ্তার করা হয়েছে জুলফিকার নামের আরও একজনকে। তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ আর্থিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
তাঁর ভাষ্যমতে, বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাঁদের। গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সংবাদ সম্মেলনে সিটিডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বাহাওয়ালপুরে একটি মসজিদ ও রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, ডিটোনেটর, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ ও মানচিত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা হামলার নির্দেশনা পাওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছেন তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানান পুলিশের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে যোগাযোগকারী কর্মকর্তাদের মধ্যে ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। সিটিডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁরা টার্গেট কিলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন।
পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো ও তাতে সহায়তা দেওয়ার জন্য ভারতীয় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারত পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তবে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো এসব চক্রান্ত প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।
পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি অপারেশন ইয়ালঘার নামে এক অভিযানে তাঁদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অব অপারেশনস শাহজাদা সুলতান এ তথ্য জানিয়েছে। সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে টোবা টেক সিং জেলা থেকে।
গ্রেপ্তার করা হয়েছে জুলফিকার নামের আরও একজনকে। তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ আর্থিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
তাঁর ভাষ্যমতে, বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাঁদের। গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সংবাদ সম্মেলনে সিটিডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বাহাওয়ালপুরে একটি মসজিদ ও রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, ডিটোনেটর, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ ও মানচিত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা হামলার নির্দেশনা পাওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছেন তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিরা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানান পুলিশের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে যোগাযোগকারী কর্মকর্তাদের মধ্যে ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। সিটিডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁরা টার্গেট কিলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন।
পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো ও তাতে সহায়তা দেওয়ার জন্য ভারতীয় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারত পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তবে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো এসব চক্রান্ত প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৪ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৭ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগে