অনলাইন ডেস্ক
ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।
ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।
লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৫ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৭ ঘণ্টা আগে