Ajker Patrika

খাইবার-পাখতুনখাওয়ায় ইমরান খানের দলকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার শেষ ধাপে বিরোধীরা

অনলাইন ডেস্ক
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদের ভেতরের একটি ছবি। ছবি: সংগৃহীত
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদের ভেতরের একটি ছবি। ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ফেডারেল সরকার থেকে সরানো হয়। এবার তাঁর দলের নেতৃত্বে গঠিত খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সরকারকেও ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছে বিরোধীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী দলগুলো চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি, কাশ্মীর ও গিলগিট-বালটিস্তান বিষয়ক ফেডারেল মন্ত্রী আমির মুকাম এবং প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা পারভেজ খটক একাধিক অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন এই বিষয়ে। এসব বৈঠকে পিটিআই সরকারকে অপসারণের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানও এই আলোচনায় অংশ নিয়েছেন। পারভেজ খটকের বোনের মৃত্যুতে শোক জানাতে নেতারা তাঁর বাসভবনে সমবেত হলে সেখানে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়।

সূত্র জানায়, গত শনিবার গভর্নর হাউসে কুন্দি ও মুকামের মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলো এখন গভর্নর হাউসে খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক আইনপ্রণেতাদের নিয়ে একটি বড় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। এই বৈঠকে একটি সমন্বিত কৌশল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিরোধী নেতারা আসন্ন সিনেট নির্বাচনে একত্রিতভাবে অংশ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। শুক্রবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজল বলেন, খাইবার পাখতুনখাওয়ায় যেকোনো রাজনৈতিক পরিবর্তন পিটিআই-এর ভেতর থেকেই আসা উচিত।

তিনি বলেন, ‘আমি আমার পরামর্শ দিয়েছি, প্রদেশে পরিবর্তন আসা উচিত।’ তিনি আরও জানান, তাঁর দল নিজেদের ভেতরে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করবে। এ সময় তিনি বলেন, প্রদেশ এখন আর কোনো রাজনৈতিক অস্থিরতা সহ্য করতে পারবে না। সিনেট নির্বাচন প্রসঙ্গে ফজল বলেন, এখনই সম্ভাব্য সমঝোতা নিয়ে কিছু বলা ঠিক হবে না।

উল্লেখ্য, ২৭ জুন পাকিস্তানের সুপ্রিম কোর্ট পার্লামেন্টে পিটিআইকে সংরক্ষিত আসন থেকে অযোগ্য ঘোষণা করার পর থেকে খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে বিরোধী জোট মাত্র ২০টি আসন পেছনে রয়েছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার তুলনায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত