Ajker Patrika

নেতানিয়াহু-গ্যালান্ত ও ৩ হামাস নেতাকে গ্রেপ্তারের আবেদন আইসিসিতে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ মে ২০২৪, ২০: ০৪
নেতানিয়াহু-গ্যালান্ত ও ৩ হামাস নেতাকে গ্রেপ্তারের আবেদন আইসিসিতে

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষাপ্রধান এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির কার্যালয় থেকে আজ সোমবার জানানো হয়েছে, তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন।

প্রসিকিউটর করিম খানের কার্যালয় বলেছে, নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি ও ইসমাইল হানিয়ে—ইসরায়েল বা গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়বদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে। 

ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ বরাবর অস্বীকার করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় নির্বিচার সামরিক অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আইসিসির সিদ্ধান্ত ‘ভুক্তভোগীকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান’। 

অবশ্য পরোয়ানা জারি করার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে কি না তা নির্ধারণ করার বিষয়টি আদালতের প্রাক্‌-বিচার বিচারকদের ওপর নির্ভর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত