Ajker Patrika

তিন বছর পর কারামুক্ত সৌদি রাজকন্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫: ১৮
তিন বছর পর কারামুক্ত সৌদি রাজকন্যা

বিনা অভিযোগে আটক হয়ে তিন বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের এক রাজকন্যা এবং তার মেয়ে। গত শনিবার এ তথ্য জানিয়েছেন তার আইনবিষয়ক উপদেষ্টা। 

আইনজীবী হেনরি এস্ট্রামান্ট বলেন, ‘রাজকন্যা ভালো আছেন, তবে তাকে ডাক্তার দেখানো দরকার ৷ তাকে কিছুটা বিধ্বস্ত মনে হচ্ছিল। তবে ছেলেদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভালো দেখাচ্ছিল।’ 

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে বড় মেয়ে সুহৌদ আল শরিফসহ নিখোঁজ হন নারী অধিকার এবং সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসা সৌদি রাজ-পরিবারের সদস্য ৫৭ বছর বয়সী ব্যবসায়ী বাসমা বিনতে সৌদ। তখন থেকেই বন্দী ছিলেন তারা। গত বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। ২০২০ সালের এপ্রিলে সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তির অনুরোধ জানিয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত