Ajker Patrika

ফিলিস্তিনিদের কান্না কেন আপনাদের কাছে ভিন্ন শোনায়, মার্কিন কংগ্রেসওম্যান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২০: ৩০
ফিলিস্তিনিদের কান্না কেন আপনাদের কাছে ভিন্ন শোনায়, মার্কিন কংগ্রেসওম্যান

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান রাশিদা তালিব। ইসরায়েলের সমালোচনা করায় গত মঙ্গলবার কংগ্রেসে তাঁর বিরুদ্ধে আনা হয় নিন্দা প্রস্তাব। 

সেখানে নিজের অবস্থানের পক্ষে কথা বলতে গিয়ে রাশিদা তালিব বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি শিশুদের কান্নার আওয়াজ আমার কাছে একই রকম শোনায়। জানি না, কেন ফিলিস্তিনিদের কান্না আপনাদের সবার কাছে আলাদা লাগে।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেসওম্যান রাশিদা বলেন, ‘বিশ্বাস হচ্ছে না যে আমাকে এসব বলতে হবে। কিন্তু ফিলিস্তিনিদের জীবন তো মূল্যহীন নয়। আমরা বাকি সবার মতোই মানুষ। সব ফিলিস্তিনির মতো আমার দাদিও স্বাধীনভাবে প্রাপ্য মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। মিস্টার চেয়ার, নিজস্ব বিশ্বাস ও জাতীয়তা নির্বিশেষে এই চেম্বারে জীবন বাঁচানোর জন্য কথা বলা কখনোই বিতর্কিত হওয়া উচিত নয়।’

কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাশিদা তালিব। কথার মাঝখানে প্রায় ২০ সেকেন্ডের মতো থেমেও থাকেন মিশিগানের এই ডেমোক্র্যাট। বারবার কেঁপে উঠছিল তাঁর কণ্ঠ। এ সময় মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহাম ওমার এগিয়ে এসে রাশিদা তালিবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কথা বলার সময় নিজ দাদির ছবিও দেখান রাশিদা তালিব।

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার শিশু। ছবি: এএফপিগতকাল বুধবার কংগ্রেসে রাশিদা তালিবের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবটি পাস হয়েছে। নিন্দা প্রস্তাবের পক্ষে ২৩৪ ও বিপক্ষে পড়ে ১৮৮ ভোট। নিন্দা প্রস্তাবের বিপক্ষে চারজন রিপাবলিকানও ভোট দিয়েছেন। অন্যদিকে, নিন্দা প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে ভোট দিয়েছেন ২২ জন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে এক শরও বেশি কংগ্রেস সদস্য ওয়াকআউট করেন।

মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নে আরব-আমেরিকান সম্প্রদায়ের বড় একটি অংশের বসবাস। আর রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেসওম্যান। রাশিদা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই গণহত্যার তীব্র বিরোধিতা করেন তিনি।

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ৭ অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ৪০৫ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। এর জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনি নিহত সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে।

গাজায় সহায়তা পৌঁছানো অব্যাহত রাখতে গত মঙ্গলবার ইসরায়েলকে মানবিক বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মানবিক কারণে সাময়িক বিরতি দেখতে চেয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। তবে গাজায় নির্বিচারে প্রাণহানি সত্ত্বেও যুদ্ধবিরতির আহ্বান করা থেকে বিরত থেকেছেন এই জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত