অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানের পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হামলা চালাচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে বলে আজ শুক্রবার ভোর ৪টা ৭ মিনিটের দিকে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
এদিকে লেবাননের একটি স্থানীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দরনগর টায়রে একটি শরণার্থীশিবিরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘ইসরায়েলের দিকে কেউ আক্রমণ চালালে তাকে চড়া মূল্য দিতে হবে।’ এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার পরই গাজা ও লেবাননে হামলার খবর পাওয়া গেল।
আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত গাজা অথবা লেবাননে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হলে ইসরায়েলি সৈন্যরা সেখানে গ্রেনেড ছুড়ে হামলা করে। এ হামলার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গত বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৪টি রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যে ২৫টি রকেটকে বাধা দেওয়া হয়েছে এবং চারটি রকেট অবতরণ করানো হয়েছে।
ইসরায়েলের দাবি, ২০০৬ সালের পর লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রথম রকেট হামলা এটি। লেবাননের এই হামলার জবাবে গতকাল রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, লেবানন হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তারা হামলা চালাচ্ছে। লেবাননের অভ্যন্তর থেকে হামাসের আক্রমণ ইসরায়েল সহ্য করবে না।
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানের পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হামলা চালাচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে বলে আজ শুক্রবার ভোর ৪টা ৭ মিনিটের দিকে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
এদিকে লেবাননের একটি স্থানীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দরনগর টায়রে একটি শরণার্থীশিবিরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘ইসরায়েলের দিকে কেউ আক্রমণ চালালে তাকে চড়া মূল্য দিতে হবে।’ এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার পরই গাজা ও লেবাননে হামলার খবর পাওয়া গেল।
আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত গাজা অথবা লেবাননে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হলে ইসরায়েলি সৈন্যরা সেখানে গ্রেনেড ছুড়ে হামলা করে। এ হামলার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গত বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৪টি রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যে ২৫টি রকেটকে বাধা দেওয়া হয়েছে এবং চারটি রকেট অবতরণ করানো হয়েছে।
ইসরায়েলের দাবি, ২০০৬ সালের পর লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রথম রকেট হামলা এটি। লেবাননের এই হামলার জবাবে গতকাল রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, লেবানন হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তারা হামলা চালাচ্ছে। লেবাননের অভ্যন্তর থেকে হামাসের আক্রমণ ইসরায়েল সহ্য করবে না।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে