Ajker Patrika

জর্ডানে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০২
জর্ডানে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী আম্মানে অবস্থিত পার্লামেন্ট ভবনে সংসদ সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এই হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যরা একজন আরেকজনকে ঘুষি মারছেন। এর মধ্যে একজন মাটিতে পড়ে আছেন। বাকিরা বিশৃঙ্খল পরিস্থিতিতে চিৎকার করছেন। 

এএফপি জানায়, প্রস্তাবিত সংবিধান সংশোধন নিয়ে বিতর্কের সময় একজন সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে এই হাতাহাতি শুরু হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি। 

এ নিয়ে জর্ডানের সংসদ সদস্য খলিল আতিয়েহ বলেন, এই আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। এই ঘটনা আমাদের দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত