Ajker Patrika

ভয়ংকর পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বললেন খামেনি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ জুন ২০২৫, ১৪: ৫৮
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: খামেনির কার্যালয়
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: খামেনির কার্যালয়

ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিবৃতিতে তেলআবিবকে তেহরানের ভয়ংকর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে খামেনি বলেছেন, ‘আমাদের দেশের দিকে নোংরা ও রক্তাক্ত হাত বাড়িয়েছে জায়নবাদীরা। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবার তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিজেদের শয়তানি প্রকৃতির প্রকাশ ঘটাল। তাদের এর শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামি প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জায়নবাদীদের ছেড়ে দেবে না। শত্রুদের হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইনশা আল্লাহ তাঁদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।’

এ সময় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ‘ইরানে হামলা চালিয়ে জায়নবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করে নিয়েছে। নিঃসন্দেহে সেই পরিণতি তাদের ভোগ করতে হবে।’

খামেনির এই বিবৃতি প্রকাশের আগেই সব স্কুল-কলেজ-অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে হামলা চালানোর পরপরই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রয়োজন অনুযায়ী দেশের প্রতিরক্ষানীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হবে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের সব অঞ্চলকে পূর্ণমাত্রার সক্রিয় অবস্থা থেকে প্রয়োজনীয় মাত্রার সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...