আজকের পত্রিকা ডেস্ক
গাজা উপত্যকায় শিশুরা কতগুলো ইসরায়েলি হামলা সামলেছে, এই হিসাবে তাদের বয়স নির্ণয় করা হয়। অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকেরই বয়স ১৮ বছরের নিচে। সংখ্যার হিসাবে এটি ২৩ লাখ। আর ইসরায়েলের এবারের হামলাকে গত ১৫ বছরের মধ্যে ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার স্পষ্ট প্রভাব পড়ছে গাজার শিশুদের মনস্তত্ত্বের ওপর। মানসিক আঘাতের ফলে অঞ্চলটির প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনই বিষণ্নতা, শোক ও ভয়ের মতো নেতিবাচক অনুভূতির সঙ্গে বসবাস করছে। গত বছরের একটি প্রতিবেদনে এ দাবি করে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটি আরও জানায়, এর ফলে গাজার অর্ধেকেরও বেশি শিশু আত্মহত্যার চিন্তা করে। বারবার নিজেদের চোখের সামনে অন্য শিশুদের মৃত্যু দেখার ফলে প্রতিনিয়ত মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে হয় তাদের।
গতকাল শনিবার পর্যন্ত গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার সাত দিন অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে অন্তত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে ৭২৪ জনই শিশু। শুধু তাই নয়, ৮ হাজার ৭১৪ জন আহত ফিলিস্তিনির মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু রয়েছে।
শিশুদের কাছে যুদ্ধের ভয়াবহতা লুকানো সম্ভব না হলেও সন্তানদের সামলাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন মা-বাবারা। এমনই একজন মা সামাহ জাবের। তাঁর চার সন্তান রয়েছে। তবে বড় ছেলে কুয়াসিকে (১৩) নিয়ে বেশ চিন্তিত তিনি।
সামাহ জাবের বলেন, ‘আজকাল খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে কুয়াসি। অযথাই অন্য বাচ্চাদের মারধর করে সে। এ ছাড়া জোরে কোনো আওয়াজ হলেই লাফ দিয়ে ওঠে। এমনকি কেউ জোরে কথা বললেও কুয়াসি সেটা সহ্য করতে পারছে না। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, এই যুদ্ধ শিগগিরই শেষ হবে।’
জাবের যতবার পারে কুয়াসিকে জড়িয়ে ধরে। তাকে কাছে বসিয়ে আদর করে। যুদ্ধ শেষ হলে তারা কী কী করবে, এগুলোর পরিকল্পনার কথা শোনায় কুয়াসিকে। জাবের জানান, এমন আচরণ কুয়াসিকে এ সময়টাকে জয় করতে সাহায্য করবে এবং এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে।
গাজা সিটিতে বাস করা মানাল সালেম নামের তিন সন্তানের এক মা জানান, তাঁর স্বামী একজন চিকিৎসক। কাজের জন্য প্রায় রাতেই বাসায় ফিরতে পারেন না তিনি। এ সময় শিশুরা বেশ চিন্তিত থাকে। তাঁদের ছোট মেয়ে মাইয়ের (৬) ধারণা, তার বাবা কোনো ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন, তাই বাসায় ফিরছেন না। এ সময় মাইকে খুব চিন্তিত আর বিষণ্ন দেখায়।
রাফা শহরের বাসিন্দা ও এক মা আহলাম ওয়াদি (৩০) বলেন, তাঁর ১০ বছর বয়সী ছেলে নিজের হাত দিয়ে কান ঢেকে ঘুমায়। না হলে সে ঘুমাতে পারে না। ওয়াদি তাঁর সন্তানদের নিজের ছেলেবেলার গল্প শোনান। তিনি বলেন, ‘আমিও আমার ছেলেবেলায় এসব ঘটনার মধ্য দিয়ে গেছি। এজন্যই এখন আর ভয় পাই না।’
এসব শিশুর কেউ কেউ তাদের নিজেদের ঘরবাড়ি হারিয়েছে। বাধ্য হয়ে পরিবারের সঙ্গে বসতভিটা ছেড়েছে। ইসরায়েলের হামলায় ঘর হারিয়ে জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নেন নাইমা ফারস নামের এক মা। তিনি বলেন, ‘হামলার দ্বিতীয় রাত থেকেই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে আমার সন্তানেরা।’
গাজা উপত্যকায় শিশুরা কতগুলো ইসরায়েলি হামলা সামলেছে, এই হিসাবে তাদের বয়স নির্ণয় করা হয়। অঞ্চলটির মোট জনসংখ্যার অর্ধেকেরই বয়স ১৮ বছরের নিচে। সংখ্যার হিসাবে এটি ২৩ লাখ। আর ইসরায়েলের এবারের হামলাকে গত ১৫ বছরের মধ্যে ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার স্পষ্ট প্রভাব পড়ছে গাজার শিশুদের মনস্তত্ত্বের ওপর। মানসিক আঘাতের ফলে অঞ্চলটির প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনই বিষণ্নতা, শোক ও ভয়ের মতো নেতিবাচক অনুভূতির সঙ্গে বসবাস করছে। গত বছরের একটি প্রতিবেদনে এ দাবি করে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটি আরও জানায়, এর ফলে গাজার অর্ধেকেরও বেশি শিশু আত্মহত্যার চিন্তা করে। বারবার নিজেদের চোখের সামনে অন্য শিশুদের মৃত্যু দেখার ফলে প্রতিনিয়ত মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে হয় তাদের।
গতকাল শনিবার পর্যন্ত গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার সাত দিন অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে অন্তত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে ৭২৪ জনই শিশু। শুধু তাই নয়, ৮ হাজার ৭১৪ জন আহত ফিলিস্তিনির মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু রয়েছে।
শিশুদের কাছে যুদ্ধের ভয়াবহতা লুকানো সম্ভব না হলেও সন্তানদের সামলাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন মা-বাবারা। এমনই একজন মা সামাহ জাবের। তাঁর চার সন্তান রয়েছে। তবে বড় ছেলে কুয়াসিকে (১৩) নিয়ে বেশ চিন্তিত তিনি।
সামাহ জাবের বলেন, ‘আজকাল খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে কুয়াসি। অযথাই অন্য বাচ্চাদের মারধর করে সে। এ ছাড়া জোরে কোনো আওয়াজ হলেই লাফ দিয়ে ওঠে। এমনকি কেউ জোরে কথা বললেও কুয়াসি সেটা সহ্য করতে পারছে না। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, এই যুদ্ধ শিগগিরই শেষ হবে।’
জাবের যতবার পারে কুয়াসিকে জড়িয়ে ধরে। তাকে কাছে বসিয়ে আদর করে। যুদ্ধ শেষ হলে তারা কী কী করবে, এগুলোর পরিকল্পনার কথা শোনায় কুয়াসিকে। জাবের জানান, এমন আচরণ কুয়াসিকে এ সময়টাকে জয় করতে সাহায্য করবে এবং এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে।
গাজা সিটিতে বাস করা মানাল সালেম নামের তিন সন্তানের এক মা জানান, তাঁর স্বামী একজন চিকিৎসক। কাজের জন্য প্রায় রাতেই বাসায় ফিরতে পারেন না তিনি। এ সময় শিশুরা বেশ চিন্তিত থাকে। তাঁদের ছোট মেয়ে মাইয়ের (৬) ধারণা, তার বাবা কোনো ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন, তাই বাসায় ফিরছেন না। এ সময় মাইকে খুব চিন্তিত আর বিষণ্ন দেখায়।
রাফা শহরের বাসিন্দা ও এক মা আহলাম ওয়াদি (৩০) বলেন, তাঁর ১০ বছর বয়সী ছেলে নিজের হাত দিয়ে কান ঢেকে ঘুমায়। না হলে সে ঘুমাতে পারে না। ওয়াদি তাঁর সন্তানদের নিজের ছেলেবেলার গল্প শোনান। তিনি বলেন, ‘আমিও আমার ছেলেবেলায় এসব ঘটনার মধ্য দিয়ে গেছি। এজন্যই এখন আর ভয় পাই না।’
এসব শিশুর কেউ কেউ তাদের নিজেদের ঘরবাড়ি হারিয়েছে। বাধ্য হয়ে পরিবারের সঙ্গে বসতভিটা ছেড়েছে। ইসরায়েলের হামলায় ঘর হারিয়ে জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নেন নাইমা ফারস নামের এক মা। তিনি বলেন, ‘হামলার দ্বিতীয় রাত থেকেই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে আমার সন্তানেরা।’
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে