আজকের পত্রিকা ডেস্ক
হাসপাতালের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স। প্রায় প্রতিটিতে রয়েছে হতাহত রোগী। তাঁদের মধ্যে কেউ জরুরি বিভাগ পর্যন্ত যেতে পেরেছেন। তবে সেখানেও চিকিৎসাপ্রত্যাশীদের ব্যাপক চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও রক্তের মজুত নেই। ফলে সব রোগীকে চিকিৎসা দিতে পারছে না তারা।
গাজার প্রায় প্রতিটি হাসপাতালের চিত্র এটি। ইসরায়েলের হামলায় প্রতি ঘণ্টায় হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিরা সেখানে ছুটে এলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এ অবস্থায় মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) জানায়, গাজার হাসপাতালগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় মর্গে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিতে গত বুধবার জ্বালানি শেষ হয়ে যায়। চাহিদা মেটাতে ব্যবহৃত জেনারেটরগুলো কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জেরে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। পাশাপাশি অঞ্চলটিতে ব্যাপকভাবে বিমান ও কামানের হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ফলে চিকিৎসাকেন্দ্রগুলো হতাহত মানুষে ভরে গেছে।
গাজার বাসিন্দাদের প্রয়োজনীয় মৌলিক সংস্থান এবং মানবিক সহায়তাও বন্ধ রেখেছে ইসরায়েল। গাজার আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেন, গাজায় বিদ্যুৎ নেই। ফলে হাসপাতালগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইনকিউবেটরে রাখা নবজাতক এবং বয়স্ক রোগীদের অক্সিজেন সরবরাহে ঝুঁকি দেখা দিয়েছে। কিডনি ডায়ালাইসিস একেবারে বন্ধ হয়ে গেছে, এক্স-রেও করা যাচ্ছে না। এ অবস্থায় বিদ্যুৎ ছাড়া হাসপাতালগুলো মর্গে পরিণত হতে পারে।
ফ্যাব্রিজিও কার্বোনি আরও বলেন, হাসপাতালগুলোকে এখনো জেনারেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তা বেশিক্ষণ সম্ভব নয়।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৩৩৯ জন আহত হয়েছে। বিদ্যুতের এই সংকটকালীন অবস্থায় হাসপাতালের চিকিৎসকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকেরা জানান, কিছু কিছু ক্ষেত্রে কেবল সংকটাপন্ন রোগীদেরই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, গাজায় মানবিক করিডরগুলো বন্ধ থাকার কারণে হাসপাতালগুলোতে অভূতপূর্ব সমস্যা দেখা দিয়েছে। আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে গাজায় সাহায্য পাঠানোর জন্য করিডরগুলো সুরক্ষিত রেখেছিল আইসিআরসি ও জাতিসংঘ।
মিসর জানিয়েছে, রাফা ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ সরবরাহের চেষ্টা করছে। কিন্তু গাজা ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে এটি কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের জন্য গাজার অনেক বাসিন্দাকে হাসপাতালগুলোতে আশ্রয় নিতে দেখা গেছে।
হাসপাতালের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স। প্রায় প্রতিটিতে রয়েছে হতাহত রোগী। তাঁদের মধ্যে কেউ জরুরি বিভাগ পর্যন্ত যেতে পেরেছেন। তবে সেখানেও চিকিৎসাপ্রত্যাশীদের ব্যাপক চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও রক্তের মজুত নেই। ফলে সব রোগীকে চিকিৎসা দিতে পারছে না তারা।
গাজার প্রায় প্রতিটি হাসপাতালের চিত্র এটি। ইসরায়েলের হামলায় প্রতি ঘণ্টায় হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিরা সেখানে ছুটে এলেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এ অবস্থায় মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) জানায়, গাজার হাসপাতালগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় মর্গে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিতে গত বুধবার জ্বালানি শেষ হয়ে যায়। চাহিদা মেটাতে ব্যবহৃত জেনারেটরগুলো কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জেরে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। পাশাপাশি অঞ্চলটিতে ব্যাপকভাবে বিমান ও কামানের হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ফলে চিকিৎসাকেন্দ্রগুলো হতাহত মানুষে ভরে গেছে।
গাজার বাসিন্দাদের প্রয়োজনীয় মৌলিক সংস্থান এবং মানবিক সহায়তাও বন্ধ রেখেছে ইসরায়েল। গাজার আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেন, গাজায় বিদ্যুৎ নেই। ফলে হাসপাতালগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইনকিউবেটরে রাখা নবজাতক এবং বয়স্ক রোগীদের অক্সিজেন সরবরাহে ঝুঁকি দেখা দিয়েছে। কিডনি ডায়ালাইসিস একেবারে বন্ধ হয়ে গেছে, এক্স-রেও করা যাচ্ছে না। এ অবস্থায় বিদ্যুৎ ছাড়া হাসপাতালগুলো মর্গে পরিণত হতে পারে।
ফ্যাব্রিজিও কার্বোনি আরও বলেন, হাসপাতালগুলোকে এখনো জেনারেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তা বেশিক্ষণ সম্ভব নয়।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৩৩৯ জন আহত হয়েছে। বিদ্যুতের এই সংকটকালীন অবস্থায় হাসপাতালের চিকিৎসকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকেরা জানান, কিছু কিছু ক্ষেত্রে কেবল সংকটাপন্ন রোগীদেরই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, গাজায় মানবিক করিডরগুলো বন্ধ থাকার কারণে হাসপাতালগুলোতে অভূতপূর্ব সমস্যা দেখা দিয়েছে। আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে গাজায় সাহায্য পাঠানোর জন্য করিডরগুলো সুরক্ষিত রেখেছিল আইসিআরসি ও জাতিসংঘ।
মিসর জানিয়েছে, রাফা ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ সরবরাহের চেষ্টা করছে। কিন্তু গাজা ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণের কারণে এটি কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের জন্য গাজার অনেক বাসিন্দাকে হাসপাতালগুলোতে আশ্রয় নিতে দেখা গেছে।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে