আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের ৭০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েল গাজায় ৬৪ হাজারের বেশি মানুষকে হত্যা করলেও এই বিষয়ে পশ্চিমা বিশ্ব কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে অঞ্চলটিতে প্রায় দেড় লাখ মানুষ আহত হয়েছে। পুরো অঞ্চল স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজার জনসংযোগ দপ্তর গতকাল শনিবার জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক ৭০০ দিনের বোমাবর্ষণে উপত্যকার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে সৃষ্ট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ বিলিয়ন ডলারের বেশি। এক বিবৃতিতে দপ্তর বলেছে, ইসরায়েল গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি চলছে ‘পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি।’
দপ্তরের হিসাবে, এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ হাজারেরও বেশি শিশু ও সাড়ে ১২ হাজার নারী। এ ছাড়া, ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নামের তালিকা থেকে মুছে গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ জন স্বাস্থ্যকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আরও ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের অনেকে অঙ্গহানি, পক্ষাঘাত কিংবা দৃষ্টি হারানোর মতো জীবন পরিবর্তনকারী গুরুতর আঘাত নিয়ে বেঁচে আছেন।
দপ্তরটি আরও জানিয়েছে, এ সময়ে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ ও ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি হাজার হাজার অন্যান্য জনসুবিধা কেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের ৭০০ দিন পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েল গাজায় ৬৪ হাজারের বেশি মানুষকে হত্যা করলেও এই বিষয়ে পশ্চিমা বিশ্ব কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে অঞ্চলটিতে প্রায় দেড় লাখ মানুষ আহত হয়েছে। পুরো অঞ্চল স্রেফ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজার জনসংযোগ দপ্তর গতকাল শনিবার জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক ৭০০ দিনের বোমাবর্ষণে উপত্যকার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে সৃষ্ট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ বিলিয়ন ডলারের বেশি। এক বিবৃতিতে দপ্তর বলেছে, ইসরায়েল গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি চলছে ‘পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি।’
দপ্তরের হিসাবে, এ পর্যন্ত ৭৩ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ হাজারেরও বেশি শিশু ও সাড়ে ১২ হাজার নারী। এ ছাড়া, ২ হাজার ৭০০ পরিবার পুরোপুরি নামের তালিকা থেকে মুছে গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ৬৭০ জন স্বাস্থ্যকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আরও ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের অনেকে অঙ্গহানি, পক্ষাঘাত কিংবা দৃষ্টি হারানোর মতো জীবন পরিবর্তনকারী গুরুতর আঘাত নিয়ে বেঁচে আছেন।
দপ্তরটি আরও জানিয়েছে, এ সময়ে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ ও ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি হাজার হাজার অন্যান্য জনসুবিধা কেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু
ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা (জিএসএফ) এর একটি নৌযান তিউনিসিয়ার বন্দরে ড্রোন হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেইসরায়েলের প্রত্নতত্ত্ববিদেরা জেরুজালেমে খুঁজে পেয়েছেন এক বিরল ও ক্ষুদ্র স্বর্ণমুদ্রা। এতে খোদাই করা আছে প্রাচীন মিসরের রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি। ধারণা করা হচ্ছে, প্রায় ২ হাজার ২০০ বছর পুরোনো এই মুদ্রাটি দ্বিতীয় বেরেনিস ও তাঁর স্বামী তৃতীয় পটোলেমির শাসনামলের সময়কার।
৪১ মিনিট আগেকাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
১ ঘণ্টা আগেগাজা নগরীর প্রায় ১০ লাখ বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেছেন, ‘আইডিএফ হামাসকে পরাজিত করতে বদ্ধপরিকর এবং গাজা নগরীতে ব্যাপক সামরিক অভিযান চালাবে।
২ ঘণ্টা আগে