Ajker Patrika

ছিনতাই নয়, উড়োজাহাজটি জ্বালানি নিতে নেমেছিল: ইরান

ছিনতাই নয়, উড়োজাহাজটি জ্বালানি নিতে নেমেছিল: ইরান

আফগানিস্তান থেকে ইউক্রেনীয় নাগরিকদের নিয়ে কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি উড়োজাহাজ ছিনতাই করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছিল ইউক্রেন কর্তৃপক্ষ। এখন ইরান বলছে, ছিনতাই নয়, উড়োজাহাজটি ইরানের মাটিতে নেমেছিল জ্বালানি নিতে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছিল, কিছু অজ্ঞাত লোক ছিনতাইয়ের পর উড়োজাহাজটি ইরানে নিয়ে গেছে। গত রোববার এ ঘটনা ঘটে বলে সেখানে উল্লেখ করা হয়।

তবে আজ মঙ্গলবার আফগানিস্তানের বেসরকারি সংবাদ সংস্থা খামা প্রেস জানিয়েছে, ইরান উড়োজাহাজ ছিনতাইয়ের এই ঘটনা অস্বীকার করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা বলছে, উড়োজাহাজটি সেখানে জ্বালানি নিতে অবতরণ করেছিল। উড়োজাহাজটি ইরানের মাশহাদ শহরে অবতরণ করে। পরে জ্বালানি নিয়ে তা ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ছেড়ে যায়। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। তবে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে তারা বলেছে, তাদের উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে কারণ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তাদের নাগরিকেরা প্রবেশ করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত