Ajker Patrika

মুসলিম দেশগুলোকে অভিনন্দন জানাল ইরান

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১: ০৬
মুসলিম দেশগুলোকে অভিনন্দন জানাল ইরান

মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশ্বের মুসলমানসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক্স (সাবেক টুইটার) পোস্টে ঐক্য সপ্তাহ উপলক্ষে এই অভিনন্দন জানান। ঐক্য সপ্তাহ পালনে ইমাম খোমেইনির উদ্যোগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও মুসলমানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ঐক্য সপ্তাহের গুরুত্ব ও মূল্যবোধের বিষয়টির ওপরও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, আহলে সুন্নাতের অনুসারীরা রবিউল আউয়াল মাসের ১২ তারিখকে মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে উদ্‌যাপন করে। অপর দিকে একই মাসের ১৭ তারিখকে নবীজির জন্মদিন হিসেবে উদ্‌যাপন করে শিয়া মুসলমানেরা।

মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেইনি রবিউল আউয়ালের ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়কালকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত