গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে ২৪ ঘণ্টায় ১৬০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে দেশটির ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে ফিলিস্তিনিদের লাশ উদ্ধারের কথা উল্লেখ করে।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আদিম পদ্ধতিতে মৃতদেহ খুঁজে বের করার কথা বলা হয়।
এতে বলা হয়, ‘আমরা একটি বাস্তব মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। যুদ্ধে মানবিক বিরতির শুরু থেকেই এর ভয়াবহ রূপ সামনে আসা শুরু করেছে। দখলদার বাহিনীর হামলায় ৩ লাখ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ভবন পুরোপুরি গুঁড়িয়ে গেছে এবং অন্য আড়াই লাখ ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে।’
এ ছাড়া আরও বলা হয়, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত মানুষ এখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারছে না। দখলদার বাহিনী তাদের বাধা দিচ্ছে এবং তাদের লক্ষ্য করে গোলাবারুদ ছুড়ছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয়।
কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এতে দখলদার বাহিনীর ধ্বংস করা হাজার হাজার বাড়ি-ঘর, স্কুল ও হাসপাতালের ধ্বংসস্তূপ উত্তোলনে সহায়তা হবে।
গত সোমবার কাতার চার দিনের সাময়িক মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দেয়। এই চুক্তির অধীনে আরও অনেক জিম্মি ও বন্দিবিনিময় হবে।
গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানো শুরু করে ইসরায়েল। এতে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজার হাজার নারী।
ইসরায়েলি সরকারি তথ্য মোতাবেক ইসরায়েলে মৃতের সংখ্যা মোট ১ হাজার ২০০।
গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে ২৪ ঘণ্টায় ১৬০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে দেশটির ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে ফিলিস্তিনিদের লাশ উদ্ধারের কথা উল্লেখ করে।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আদিম পদ্ধতিতে মৃতদেহ খুঁজে বের করার কথা বলা হয়।
এতে বলা হয়, ‘আমরা একটি বাস্তব মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। যুদ্ধে মানবিক বিরতির শুরু থেকেই এর ভয়াবহ রূপ সামনে আসা শুরু করেছে। দখলদার বাহিনীর হামলায় ৩ লাখ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ভবন পুরোপুরি গুঁড়িয়ে গেছে এবং অন্য আড়াই লাখ ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে।’
এ ছাড়া আরও বলা হয়, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত মানুষ এখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারছে না। দখলদার বাহিনী তাদের বাধা দিচ্ছে এবং তাদের লক্ষ্য করে গোলাবারুদ ছুড়ছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয়।
কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এতে দখলদার বাহিনীর ধ্বংস করা হাজার হাজার বাড়ি-ঘর, স্কুল ও হাসপাতালের ধ্বংসস্তূপ উত্তোলনে সহায়তা হবে।
গত সোমবার কাতার চার দিনের সাময়িক মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দেয়। এই চুক্তির অধীনে আরও অনেক জিম্মি ও বন্দিবিনিময় হবে।
গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানো শুরু করে ইসরায়েল। এতে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজার হাজার নারী।
ইসরায়েলি সরকারি তথ্য মোতাবেক ইসরায়েলে মৃতের সংখ্যা মোট ১ হাজার ২০০।
ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেছে। দুই বন্ধুকে তাদের চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ২০ বছর বয়সী তরুণ। স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে ওই তরুণের রক্তাক্ত মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভারতে নিবন্ধিত উড়োজাহাজ ও এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। এর ফলে, পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটি (পিএএ) প্রায় ৪১০ কোটি রুপি আয় থেকে বঞ্চিত হয়েছে। দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কথিত সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের নবম দিনে আজ শনিবার দুই সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে এটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত সন্ত্রাসীদের দীর্ঘস্থায়ী সংঘর্ষগুলোর মধ্যে একটি।
২ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জেরে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস গতকাল শুক্রবার এই ঘোষণা দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৩ ঘণ্টা আগে