আজকের পত্রিকা ডেস্ক
মিসরের লোহিত সাগর সংলগ্ন রিসোর্ট শহর শারম এল-শেখে গাজা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন ট্রাম্প। মিসরের আল কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, এই সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়া থেকে ২০টিরও বেশি দেশের নেতা বা মন্ত্রী যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
তবে এই সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছে না। থাকছে না মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীজন সৌদি আরব ও ইরানের কোনো প্রতিনিধি।
যেসব দেশের সম্মেলনে যোগ দিচ্ছে:
মুসলিম রাষ্ট্র: বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
ইউরোপ: আর্মেনিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।
এশিয়া: আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার জানিয়েছেন, তিনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে তেহরান এখনও ‘গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে’ যেকোনো উদ্যোগকে সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন।
এই সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করা। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, এই ‘ঐতিহাসিক’ সমাবেশে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসানকারী একটি নথি’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তি আলোচনায় ইসরায়েল বা হামাসের কেউই প্রতিনিধি পাঠাবে না।
মিসরের লোহিত সাগর সংলগ্ন রিসোর্ট শহর শারম এল-শেখে গাজা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন ট্রাম্প। মিসরের আল কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, এই সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়া থেকে ২০টিরও বেশি দেশের নেতা বা মন্ত্রী যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
তবে এই সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছে না। থাকছে না মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীজন সৌদি আরব ও ইরানের কোনো প্রতিনিধি।
যেসব দেশের সম্মেলনে যোগ দিচ্ছে:
মুসলিম রাষ্ট্র: বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
ইউরোপ: আর্মেনিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।
এশিয়া: আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার জানিয়েছেন, তিনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে তেহরান এখনও ‘গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে’ যেকোনো উদ্যোগকে সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন।
এই সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করা। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, এই ‘ঐতিহাসিক’ সমাবেশে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসানকারী একটি নথি’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তি আলোচনায় ইসরায়েল বা হামাসের কেউই প্রতিনিধি পাঠাবে না।
সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু এই ছবি পছন্দ না হওয়ায় ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দাবি করেছেন—ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেমাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জেরে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর এ ঘোষণা এসেছে।
৫ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
৭ ঘণ্টা আগে