Ajker Patrika

মানবতা দেখিয়ে ২ জিম্মিকে হামাস ছেড়ে দিতে চাইলেও গ্রহণ করেনি ইসরায়েল

অনলাইন ডেস্ক
মানবতা দেখিয়ে ২ জিম্মিকে হামাস ছেড়ে দিতে চাইলেও গ্রহণ করেনি ইসরায়েল

হামাসের দাবি করেছে, মানবিক কারণে দুই জিম্মিকে ছেড়ে দিতে চাইলেও ইসরায়েল তাঁদের গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। 

রোববার আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই জিম্মিকে ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

একটি লিখিত বিবৃতিতে উবায়দা জানান, গত শুক্রবার কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিক জুডিথ রনান ও তাঁর কন্যা নাতালিকে মুক্তি দিয়েছে হামাস। আমেরিকান মা-মেয়েকে ছেড়ে দেওয়ার সময় মানবিক কারণে মধ্যস্থতাকারীদের কাছে আরও দুজনকে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সংগঠনটি। তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাঁদের গ্রহণ করতে অস্বীকার করেছে। শুধু তাই নয়—পরদিন শনিবার ‘দুই নাগরিককে হামাস মুক্তি দিতে চাইছে’ এই খবরটিকে গুজব বলে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়—আমরা হামাসের কোনো গুজবে কান দেব না। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের অপহৃত ও নিখোঁজ মানুষদের বাড়িতে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করবো।’ 

জানা গেছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে অন্তত ২১০ জন ইসরায়েলিকে বন্দী করে। এসব বন্দীকে মুক্ত করার কারণ দেখিয়ে গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানেরও পরিকল্পনা আছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত