Ajker Patrika

দুবাই থেকে বহির্গমন ফ্লাইট স্থগিত করল এমিরেটস

অনলাইন ডেস্ক
দুবাই থেকে বহির্গমন ফ্লাইট স্থগিত করল এমিরেটস

দুবাই থেকে বিদেশগামী ফ্লাইট স্থগিত করেছে বিশ্বের অন্যতম বড় বিমান পরিবহন কোম্পানি এমিরেটস এয়ারলাইনস। আজ শুক্রবার আন্তর্জাতিক মান সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দুবাই থেকে এমিরেটসের এই সেবা বন্ধ থাকবে। সংযুক্ত আরব আমিরাতজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির তিন দিন পর ফ্লাইট জটিলতা কাটাতে এই ঘোষণা দিল সংস্থাটি। 
 
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, এমিরেটস জানিয়েছে, এই নির্দিষ্ট সময়ের পর তাদের যাত্রীরা আবারও দুবাইকে কেন্দ্র করে আবার বহির্বিশ্বের ফ্লাইটে উড্ডয়ন করতে পারবেন। 

এমিরেটসের এই ফ্লাইট স্থগিতের বিষয়টি ইঙ্গিত করে যে, বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বৃষ্টির কারণে সৃষ্ট ফ্লাইট জটিলতার বিষয়টি কাটিয়ে উঠতে সংগ্রাম করে যাচ্ছে। মূলত, সংযুক্ত আরব আমিরাতের বিগত ৭৫ বছরের ইতিহাসে এর চেয়ে বৃষ্টিপাত আর কখনো হয়নি। 

গত রোববারে প্রতিবেশী দেশ ওমানে আঘাত হানে এই ঝড়। দুদিন পর অর্থাৎ মঙ্গলবারে সেটি সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হানে। এই ঝড় ও প্রবল বৃষ্টির কারণে ওমানে ১৯ জন ও সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

এদিকে, ইরানে ইসরায়েলি হামলা হয়েছে এমন খবর চাউর হওয়ার পর দুবাইয়ের আরেক বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাই দেশটিতে ফ্লাইট বাতিল করেছে। এ বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তাঁরা আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পর ইরান অভিমুখী ফ্লাইট বাতিল করেছে। 

সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সোমবার ভোররাত থেকেই এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংগৃহীত আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুসারে, ২০ মিলিমিটার বৃষ্টিপাতে ভিজে ওঠে দুবাইয়ের বালুময় পথঘাট। গতকাল স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঝড় তীব্রতর হয়ে ওঠে এবং দিনভর তা অব্যাহত থাকে। বৃষ্টির তীব্রতা এবং শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শহরটি। 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, গতকাল দিনের শেষভাগ পর্যন্ত দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অন্যান্য সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে ৯৪ দশমিক ৭ শতাংশ বৃষ্টিপাত হয়। এ বিমানবন্দরটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম এবং দূরপাল্লার ক্যারিয়ার এমিরেটসের জন্য প্রধান এক কেন্দ্র। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরের ভিডিওতে জলাবদ্ধ রাস্তায় উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়। পরে গতকাল রাতে বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে রাখা হয়। চারপাশের রাস্তায় বন্যার পানি জমে যাওয়ায় যাত্রীদের টার্মিনালে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত