ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন সবকিছু প্রস্তুত। আজ বুধবার তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, তা বিরোধের সমাধানের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে আমিরাবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্যার সমাধানের জন্য সবকিছু প্রস্তুত।
তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করছে; কারণ, যুদ্ধের অবসান হলে দখল করা জমিতে রাজনৈতিক সংকট দেখা দেবে।
গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক।
তিনি বলেন, বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ইরানের এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাবে।
ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন সবকিছু প্রস্তুত। আজ বুধবার তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, তা বিরোধের সমাধানের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে আমিরাবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্যার সমাধানের জন্য সবকিছু প্রস্তুত।
তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করছে; কারণ, যুদ্ধের অবসান হলে দখল করা জমিতে রাজনৈতিক সংকট দেখা দেবে।
গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক।
তিনি বলেন, বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ইরানের এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাবে।
ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৫ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৮ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১২ ঘণ্টা আগে