Ajker Patrika

লেবানন থেকে ইসরায়েলে হামলা, হিজবুল্লাহর দায় স্বীকার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭: ১২
লেবানন থেকে ইসরায়েলে হামলা, হিজবুল্লাহর দায় স্বীকার

লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়। 

২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা। 

প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।

শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত