Ajker Patrika

স্বাধীনতা দিবসে ইসরায়েলে হামলা, নিহত ৩

আপডেট : ০৬ মে ২০২২, ১৩: ৫৬
স্বাধীনতা দিবসে ইসরায়েলে হামলা, নিহত ৩

স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর ইলাদে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েকজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

পুলিশ বলছে, এটি সন্ত্রাসী হামলা হতে পারে। ইসরায়েলের সংবাদমাধ্যম বলছে, আক্রমণকারী ছিল দুজন। তাদের হাতে ছিল ছুরি ও কুঠার। তারা একটি পার্কে পথচারীদের লক্ষ্য করে হামলা চালায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ রাস্তায় নিরাপত্তা চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছে। আক্রমণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ ইলাদের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। 

এক টুইটার পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘স্বাধীনতা দিবসের আনন্দ মুহূর্তেই থেমে গেছে। ইলাদের এই রক্তাক্ত হামলায় আমরা মর্মাহত।’ 

এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই হামলার ‘তীব্র নিন্দা’ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। 

উল্লেখ্য, শহরটির অধিকাংশ বাসিন্দাই গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত