অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামাসের হাতে জিম্মি একদল ইসরায়েলির পরিবার এই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।
প্রায় ১০০ পরিবার ও তাদের প্রতিনিধিরা আইনজীবী দ্য হেগে উপস্থিত হয়ে আইসিসিতে মামলা দায়ের করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধসংক্রান্তে জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী বডি হওয়ায় গাজার ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে এই আইসিসিতেই যেতে হবে। ইসরায়েলি পরিবারগুলোর দাবি, হামাস যে অপরাধ করেছে, যে নৃশংসতা দেখিয়েছে, তা বিনা বিচারে পার হতে দেওয়া যাবে না।
তবে ইসরায়েল আইসিসি গঠনে স্বাক্ষরিত রোম চুক্তিতে অংশ না নেওয়ায় দেশটি এই আদালতের কোনো অংশ নয়। এই আদালত ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রায় দিলেও তা ইসরায়েলের জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের আইনি পরামর্শক দলের প্রধান ড. শেলি আবিব ইয়েইনি। তিনি বলেছেন, আইসিসিতে এই আবেদন কেবল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারই গুরুত্বপূর্ণ উদ্যোগ নয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়েও এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।
ড. শেলি বলেন, ‘গণহত্যা, জিম্মি, গুম, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধগুলো শাস্তির বাইরে যেতে পারে না এবং উচিতও নয়। অপরাধীদের অবশ্যই তাদের নৃশংসতার জন্য দায়ী করা উচিত। আমরা জিম্মি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতার ওপর আস্থা রাখছি।’ এই আইনজীবী আরও বলেন, ‘এটি জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগের প্রক্রিয়ার অংশ এবং এসব জঘন্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলোকে উৎসাহিত করবে।’
আইসিসির প্রধান কৌঁসুলি করিম কান এরই মধ্যে বলেছেন, তিনি হামাস যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছেন। তবে ইসরায়েলি পরিবারগুলোর আশা, জিম্মিদের পরিবারের জমা দেওয়া অভিযোগ তাঁকে তদন্তকে এগিয়ে নিতে এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলার সূত্র ধরে বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশও দিয়েছে আইসিজে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামাসের হাতে জিম্মি একদল ইসরায়েলির পরিবার এই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।
প্রায় ১০০ পরিবার ও তাদের প্রতিনিধিরা আইনজীবী দ্য হেগে উপস্থিত হয়ে আইসিসিতে মামলা দায়ের করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধসংক্রান্তে জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী বডি হওয়ায় গাজার ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে এই আইসিসিতেই যেতে হবে। ইসরায়েলি পরিবারগুলোর দাবি, হামাস যে অপরাধ করেছে, যে নৃশংসতা দেখিয়েছে, তা বিনা বিচারে পার হতে দেওয়া যাবে না।
তবে ইসরায়েল আইসিসি গঠনে স্বাক্ষরিত রোম চুক্তিতে অংশ না নেওয়ায় দেশটি এই আদালতের কোনো অংশ নয়। এই আদালত ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রায় দিলেও তা ইসরায়েলের জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের আইনি পরামর্শক দলের প্রধান ড. শেলি আবিব ইয়েইনি। তিনি বলেছেন, আইসিসিতে এই আবেদন কেবল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারই গুরুত্বপূর্ণ উদ্যোগ নয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়েও এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।
ড. শেলি বলেন, ‘গণহত্যা, জিম্মি, গুম, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধগুলো শাস্তির বাইরে যেতে পারে না এবং উচিতও নয়। অপরাধীদের অবশ্যই তাদের নৃশংসতার জন্য দায়ী করা উচিত। আমরা জিম্মি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতার ওপর আস্থা রাখছি।’ এই আইনজীবী আরও বলেন, ‘এটি জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগের প্রক্রিয়ার অংশ এবং এসব জঘন্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলোকে উৎসাহিত করবে।’
আইসিসির প্রধান কৌঁসুলি করিম কান এরই মধ্যে বলেছেন, তিনি হামাস যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছেন। তবে ইসরায়েলি পরিবারগুলোর আশা, জিম্মিদের পরিবারের জমা দেওয়া অভিযোগ তাঁকে তদন্তকে এগিয়ে নিতে এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলার সূত্র ধরে বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশও দিয়েছে আইসিজে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে