Ajker Patrika

ইস্তাম্বুল বিস্ফোরণে নিহত বেড়ে ৮, সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার

ইস্তাম্বুল বিস্ফোরণে নিহত বেড়ে ৮, সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত ৮১ জন। ইস্তাম্বুলের জনবহুল ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় রোববার বিকেল সোয়া ৪টার দিকে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে ইস্তিকলাল অ্যাভিনিউতে ওই বিস্ফোরণ হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই বোমা হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। ছবি: টুইটারএদিকে সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে আর বেশ কয়েকজন মানুষ রাস্তায় পড়ে যায়। বাকিরা আতঙ্কে দিগ্‌বিদিক ছুটে পালায়।

এদিকে ইস্তাম্বুলে হামলার এ ঘটনায় নিন্দা এবং হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছে গ্রিস, মিশর, ইউক্রেন, যুক্তরাজ্য, আজারবাইজান, ইতালি এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...