গাজায় হামাস যোদ্ধাদের কাছে একটানা ৫০ দিন জিম্মি থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ৯ বছর বয়সী এমিলি হ্যান্ড। কিন্তু জিম্মি অবস্থা থেকে মুক্তির পর এখন শুধু ফিসফিস করে কথা বলছে আইরিশ-ইসরায়েলি এই শিশুটি। আজ শুক্রবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এমিলির বাবা থমাস হ্যান্ড।
বাবার দাবি অনুযায়ী, হামাস যোদ্ধারা জিম্মি করার আগে এমিলি ছিল খুবই কোলাহলপূর্ণ এক মেয়ে। সারাক্ষণই এটা-ওটা নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে থাকত সে। কিন্তু এসবের কোনো লক্ষণই এখন আর মেয়ের মাঝে অবশিষ্ট নেই।
থমাস বলেন, ‘এখন সে ফিসফিস করে কথা বলছে। সে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কোনো শব্দ, এমনকি বাতাসও বের হচ্ছে না।’
থমাস মনে করেন, বন্দী থাকা অবস্থায় ‘জোরে কথা বলা যাবে না’—হামাস যোদ্ধাদের এমন আদেশের কারণেই গত ৫০ দিন ধরে এমিলি এভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েকে এই ট্রমা থেকে পুনরুদ্ধারের জন্য যা যা দরকার তা-ই করবেন বলে জানিয়েছেন থমাস।
দ্য সানকে তিনি বলেন, ‘সে (এমিলি) সন্ত্রাসীদের দ্বারা আতঙ্কিত হয়েছিল। কিন্তু তার বাবা হিসেবে এই আতঙ্ক দূর করা আমার কাজ এবং আমি করব।’
এমিলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হলেও থমাস হ্যান্ড ভেবেছিলেন, তার আদরের মেয়ের ভাগ্যে সবচেয়ে খারাপ কিছুই ঘটেছে। এমিলিকে হয়তো হামাস যোদ্ধারা হত্যা করেছে। তবে মেয়ের ফিরে আসার খবরে তিনি এখন আনন্দে আত্মহারা। মেয়ের মুক্তি উপলক্ষে তিনি জীবনের সবচেয়ে বড় পার্টি করার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্দী অবস্থায় এমিলিকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তবে তার ওজন অনেক কমে গেছে।
এমিলির ওজন কমে যাওয়ার বিষয়ে থমাস বলেন, ‘তার নিটোল গাল হয়তো এখন আর নেই, কিন্তু সে এখন আবার হাসছে, এখন সে নিরাপদ।’
জানা গেছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়ার সময় বন্ধুর বাড়িতে রাতে ছিল এমিলি। পরে ওই বাড়িতে হামাস যোদ্ধারা প্রবেশ করে বাড়িটিতে অবস্থান করা সবাইকে অপহরণ করে।
ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির অংশ হিসেবে এমিলিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের তথ্য মতে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।
গাজায় হামাস যোদ্ধাদের কাছে একটানা ৫০ দিন জিম্মি থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ৯ বছর বয়সী এমিলি হ্যান্ড। কিন্তু জিম্মি অবস্থা থেকে মুক্তির পর এখন শুধু ফিসফিস করে কথা বলছে আইরিশ-ইসরায়েলি এই শিশুটি। আজ শুক্রবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এমিলির বাবা থমাস হ্যান্ড।
বাবার দাবি অনুযায়ী, হামাস যোদ্ধারা জিম্মি করার আগে এমিলি ছিল খুবই কোলাহলপূর্ণ এক মেয়ে। সারাক্ষণই এটা-ওটা নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে থাকত সে। কিন্তু এসবের কোনো লক্ষণই এখন আর মেয়ের মাঝে অবশিষ্ট নেই।
থমাস বলেন, ‘এখন সে ফিসফিস করে কথা বলছে। সে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কোনো শব্দ, এমনকি বাতাসও বের হচ্ছে না।’
থমাস মনে করেন, বন্দী থাকা অবস্থায় ‘জোরে কথা বলা যাবে না’—হামাস যোদ্ধাদের এমন আদেশের কারণেই গত ৫০ দিন ধরে এমিলি এভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েকে এই ট্রমা থেকে পুনরুদ্ধারের জন্য যা যা দরকার তা-ই করবেন বলে জানিয়েছেন থমাস।
দ্য সানকে তিনি বলেন, ‘সে (এমিলি) সন্ত্রাসীদের দ্বারা আতঙ্কিত হয়েছিল। কিন্তু তার বাবা হিসেবে এই আতঙ্ক দূর করা আমার কাজ এবং আমি করব।’
এমিলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হলেও থমাস হ্যান্ড ভেবেছিলেন, তার আদরের মেয়ের ভাগ্যে সবচেয়ে খারাপ কিছুই ঘটেছে। এমিলিকে হয়তো হামাস যোদ্ধারা হত্যা করেছে। তবে মেয়ের ফিরে আসার খবরে তিনি এখন আনন্দে আত্মহারা। মেয়ের মুক্তি উপলক্ষে তিনি জীবনের সবচেয়ে বড় পার্টি করার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্দী অবস্থায় এমিলিকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তবে তার ওজন অনেক কমে গেছে।
এমিলির ওজন কমে যাওয়ার বিষয়ে থমাস বলেন, ‘তার নিটোল গাল হয়তো এখন আর নেই, কিন্তু সে এখন আবার হাসছে, এখন সে নিরাপদ।’
জানা গেছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়ার সময় বন্ধুর বাড়িতে রাতে ছিল এমিলি। পরে ওই বাড়িতে হামাস যোদ্ধারা প্রবেশ করে বাড়িটিতে অবস্থান করা সবাইকে অপহরণ করে।
ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির অংশ হিসেবে এমিলিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের তথ্য মতে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে