Ajker Patrika

বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বাঁচতে চারদিকে উঁচু দেয়াল তুলবে বাহরাইন 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬: ৩৩
Thumbnail image

জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে করে বাহরাইনসহ বিশ্বের অনেক দেশেরই তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই আশঙ্কা থেকে বাঁচতে এবার দেশের চারদিকের সমুদ্র উপকূলে উঁচু দেয়াল তুলবে বাহরাইন। সম্প্রতি দেশটির তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। পাশাপাশি সমুদ্র সৈকত প্রশস্ত করা, সৈকত সংলগ্ন ভূমি উঁচু করার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরাইনের তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন মোবারক বিন দিনা বলেছেন, ‘বাহরাইন খুবই নাজুক অবস্থানে রয়েছে। আমাদের প্রধান যে হুমকি তা মূলত নীরব হুমকি এবং তা হলো—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।’ তিনি জানান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি পাঁচ মিটারের মতো (প্রায় সাড়ে ১৬ ফুট) বাড়ে তবে দেশের অধিকাংশই ডুবে যাবে। এমনকি বাহরাইনের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাও ডুবে যাবে। 

বাহরাইনের রাজধানী মানামার অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটির অধ্যাপক সাবাহ আলজেনাইদের গবেষণা বলছে, এমনকি অর্ধ মিটার থেকে দুই মিটার উচ্চতা বাড়লেও বাহরাইনের ১৮ শতাংশ এলাকা ডুবে যাবে। 

বাহরাইন কর্তৃপক্ষ এরই মধ্যে হিসেব করেছে যে, ১৯৭৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ১ দশমিক ৬ থেকে ৩ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে বাহরাইনের আশপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় অর্ধ মিটার। এর ফলে দেশটির উপকূলীয় অঞ্চলকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি দেশটির পানির সংকট তৈরি করতে পারে। 

বিষয়টি নিয়ে আলোকপাত করতে গিয়ে বিন দিনা বলেন, ‘এসব কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি বাহরাইনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তাই আমাদের হয় সমুদ্র সৈকতকে আরও প্রশস্ত করতে হবে (সমুদ্রের ভেতরে গিয়ে এলাকা বাড়াতে হবে) অথবা কিছু কিছু এলাকায় উঁচু পাথরের দেয়াল তুলতে হবে কিংবা সমুদ্র উপকূলবর্তী এলাকার ভূমির উচ্চতা বাড়াতে হবে।’ 

বিন দিনা বলেন, ‘এটি আমাদের বিস্তারিত পরিকল্পনার একটি অংশ মাত্র এবং এটি আগামী ১০ বছরের মধ্যে সরকারি অর্থায়নে বাস্তবায়ন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত