Ajker Patrika

হামাসের ভিডিওতে নেতানিয়াহুকে ‘বন্দী চুক্তি’ করার আহ্বান ইসরায়েলি জিম্মির

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০০: ১৭
হামাসের ভিডিওতে নেতানিয়াহুকে ‘বন্দী চুক্তি’ করার আহ্বান ইসরায়েলি জিম্মির

গাজায় বন্দী এক ইসরায়েলি জিম্মি হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করার জন্য নিজ দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার হামাসের প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, ভিডিও বার্তায় গাজায় জিম্মি হয়ে থাকা এক ইসরায়েলি নারী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করার তাগাদা দিয়েছেন।

নিজের পরিচয় প্রকাশ না করলেও ওই নারী ভিডিও বার্তায় দাবি করেছেন, ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে হামাসের আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। ওই হামলায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিল এবং ২২০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

ইসরায়েলি ওই নারী বলেন, ‘আপনি আমাদের মারতে বসেছেন। আপনি কি আমাদের মারতে চান? আপনি কি চান আর্মি আমাদের মেরে ফেলুক?’

নেতানিয়াহুর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি সবাইকে খুন করেছেন—এটা কি যথেষ্ট নয়? আমাদের মুক্ত করুন এখনই।’

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৮ হাজার ২৬০ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা নিহতের কয়েক গুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে, গাজায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষের দেহাবশেষ রয়ে গেছে; যেগুলো নিহতদের তালিকায় এখনো যুক্ত হয়নি।

বন্দী ইসরায়েলিদের মুক্তি ও হামাসের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়ার জন্য গাজার ভেতর সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি পদাতিক সেনারা। ইতিপূর্বে হামাস দাবি করেছিল, ইসরায়েল বোমা হামলা করে নিজ দেশেরই প্রায় ৫০ জন জিম্মিকে মেরে ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত