Ajker Patrika

ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব দাবি পূরণ করে না, তবু বিবেচনা করছে হামাস 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২: ৫৯
ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব দাবি পূরণ করে না, তবু বিবেচনা করছে হামাস 

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দাবি পূরণ করে না। তবু সেই প্রস্তাব বিবেচনায় রেখেছে হামাস। কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব হামাসের কাছে উত্থাপন করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কোনো দাবিকেই পূরণ করে না। ইসরায়েলের এই প্রস্তাবকে ‘অনমনীয়’ বলে আখ্যা দিয়ে হামাস বলেছে, তবু তারা এটির গভীর পর্যালোচনা করবে এবং মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানাবে। 

এদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলে হামলা চালাবে না। তবে সেটি নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। ইরানি সংবাদমাধ্যম জাদেহ ইরানের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এ দুই জেনারেলই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। এই হত্যাকাণ্ডের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান। 

জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তেহরান সিরিয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তবে এটি নিশ্চিত করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত