আজকের পত্রিকা ডেস্ক
সিরিয়ার তারতুস বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের কাজ গতিশীল করার অংশ হিসেবে তারতুস বন্দর নতুন করে গড়ে তোলার লক্ষে এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সিরিয়া সরকারের ৮০ কোটি ডলারের চুক্তি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, সিরিয়া যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের গতি বাড়াতে তারতুস বন্দর নতুন করে গড়ে তোলার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল রোববার রাজধানী দামেস্কে সিরিয়ার স্থল ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয় ডিপি ওয়ার্ল্ডের। এ সময় উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ার কর্মকর্তারা এই চুক্তিকে দেশের লজিস্টিক অবকাঠামো আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
সানা একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘এই কৌশলগত পদক্ষেপ আমাদের বন্দর পরিচালনা ও লজিস্টিক খাতকে শক্তিশালী করবে।’
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর, সিরিয়ার নতুন সরকার আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগী হয়েছে। তাদের লক্ষ্য—যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আবারও বৈশ্বিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা।
চুক্তি স্বাক্ষরের পর ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, সিরিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এখনো শক্তিশালী। তিনি জানান, তারতুস বন্দর দেশটির শিল্প খাত পুনরুজ্জীবনের কেন্দ্রে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘সিরিয়ার রয়েছে অনেক মূল্যবান সম্পদ। তারতুস একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও রপ্তানি কেন্দ্র। আমরা এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দরে রূপান্তর করতে চাই।’
ডিপি ওয়ার্ল্ড ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু বন্দর পরিচালনা করে এবং প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে। সিরিয়ার বন্দর কর্তৃপক্ষের প্রধান কুতাইবা বাদাওয়ি বলেন, এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এটি একটি নতুন সমুদ্র উন্নয়ন যুগের ভিত্তি স্থাপন করছে। তিনি বলেন, ‘আমরা সিরিয়াকে আবারও আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার পথে হাঁটছি।’
তারতুস বন্দরের এই চুক্তি সাম্প্রতিক মাসগুলোতে সই হওয়া বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বাণিজ্য চুক্তির মধ্যে একটি।
এর আগে, গত মে মাসে দামেস্ক ফরাসি জাহাজ পরিবহন কোম্পানি সিএমএ সিজিএম-এর সঙ্গে লাতাকিয়া বন্দর পরিচালনার জন্য ৩০ বছরের চুক্তি করে। একই মাসে, সিরিয়া কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের একটি জোটের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের একটি শক্তি খাত পুনর্গঠন চুক্তিও স্বাক্ষর করে।
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হায়াত তাহরির আল-শামকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যে তকমা দিয়েছিল, তা প্রত্যাহার করবে। যুদ্ধ পরবর্তী সিরিয়ার প্রতি ওয়াশিংটনের মনোভাব যে নরম হচ্ছে, এটি তারই ইঙ্গিত।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্বাহী আদেশ জারি করেন। ওয়াশিংটন বলেছে, দেশটির পুনর্গঠনকে সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ার পুনর্গঠন ও শাসনব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা অনেকটাই সরিয়ে দেবে।
পশ্চিমা নিষেধাজ্ঞা এত দিন সিরিয়ার পুনর্গঠন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ এবং বাশার আল-আসাদের শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের ফলে সিরিয়ার অর্থনীতি ছিল চরমভাবে বিপর্যস্ত।
সিরিয়ার তারতুস বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের কাজ গতিশীল করার অংশ হিসেবে তারতুস বন্দর নতুন করে গড়ে তোলার লক্ষে এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সিরিয়া সরকারের ৮০ কোটি ডলারের চুক্তি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, সিরিয়া যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের গতি বাড়াতে তারতুস বন্দর নতুন করে গড়ে তোলার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল রোববার রাজধানী দামেস্কে সিরিয়ার স্থল ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হয় ডিপি ওয়ার্ল্ডের। এ সময় উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়ার কর্মকর্তারা এই চুক্তিকে দেশের লজিস্টিক অবকাঠামো আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
সানা একটি সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘এই কৌশলগত পদক্ষেপ আমাদের বন্দর পরিচালনা ও লজিস্টিক খাতকে শক্তিশালী করবে।’
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর, সিরিয়ার নতুন সরকার আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগী হয়েছে। তাদের লক্ষ্য—যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আবারও বৈশ্বিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা।
চুক্তি স্বাক্ষরের পর ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, সিরিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এখনো শক্তিশালী। তিনি জানান, তারতুস বন্দর দেশটির শিল্প খাত পুনরুজ্জীবনের কেন্দ্রে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘সিরিয়ার রয়েছে অনেক মূল্যবান সম্পদ। তারতুস একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও রপ্তানি কেন্দ্র। আমরা এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দরে রূপান্তর করতে চাই।’
ডিপি ওয়ার্ল্ড ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু বন্দর পরিচালনা করে এবং প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে। সিরিয়ার বন্দর কর্তৃপক্ষের প্রধান কুতাইবা বাদাওয়ি বলেন, এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এটি একটি নতুন সমুদ্র উন্নয়ন যুগের ভিত্তি স্থাপন করছে। তিনি বলেন, ‘আমরা সিরিয়াকে আবারও আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার পথে হাঁটছি।’
তারতুস বন্দরের এই চুক্তি সাম্প্রতিক মাসগুলোতে সই হওয়া বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বাণিজ্য চুক্তির মধ্যে একটি।
এর আগে, গত মে মাসে দামেস্ক ফরাসি জাহাজ পরিবহন কোম্পানি সিএমএ সিজিএম-এর সঙ্গে লাতাকিয়া বন্দর পরিচালনার জন্য ৩০ বছরের চুক্তি করে। একই মাসে, সিরিয়া কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের একটি জোটের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের একটি শক্তি খাত পুনর্গঠন চুক্তিও স্বাক্ষর করে।
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হায়াত তাহরির আল-শামকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যে তকমা দিয়েছিল, তা প্রত্যাহার করবে। যুদ্ধ পরবর্তী সিরিয়ার প্রতি ওয়াশিংটনের মনোভাব যে নরম হচ্ছে, এটি তারই ইঙ্গিত।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্বাহী আদেশ জারি করেন। ওয়াশিংটন বলেছে, দেশটির পুনর্গঠনকে সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ার পুনর্গঠন ও শাসনব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা অনেকটাই সরিয়ে দেবে।
পশ্চিমা নিষেধাজ্ঞা এত দিন সিরিয়ার পুনর্গঠন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ এবং বাশার আল-আসাদের শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের ফলে সিরিয়ার অর্থনীতি ছিল চরমভাবে বিপর্যস্ত।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৩৩ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে