Ajker Patrika

৩ দিনে গাজার ৮ হাসপাতালে ইসরায়েলের হামলা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮: ৪৯
৩ দিনে গাজার ৮ হাসপাতালে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজা সিটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। তাদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে হামাস যোদ্ধাদের, বিশেষ করে আল-কাসেম ব্রিগেডের। স্থল অভিযানের পাশ গত বুধবার রাতেও অব্যাহত বোমাবর্ষণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে গাজায়। বোমাবর্ষণে উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া আশ্রয়শিবির এবং পশ্চিমাঞ্চলের সাবরায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। হামলা হয়েছে গাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ আল-শিফা হাসপাতালের কাছাকাছি এলাকায়ও।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতাল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার বাসিন্দারা বলেন, আল-শিফা হাসপাতালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে ইসরায়েলি সেনাসদস্যরা। ইসরায়েলের দাবি, এই

হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার। বাসিন্দারা আরও বলেছেন, শহরটির আশপাশে এখনো অবস্থান নিয়ে রয়েছে ইসরায়েলি ট্যাংক। 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিগত তিন দিনে গাজার আটটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলা এবং জ্বালানি-সংকটে বন্ধ হয়ে গেছে এই উপত্যকার মোট ১৮টি হাসপাতাল। 

কেন গুরুত্বপূর্ণ আল-শিফা হাসপাতাল
গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং উপত্যকায় জ্বালানি ঢুকতে না দেওয়ার কারণে একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে গেছে।

এখনো সচল থাকা কয়েকটি হাসপাতালের একটি আল-শিফা। গাজা সিটির উত্তরাঞ্চলে পড়েছে এটি। এটি ব্রিটিশ সেনাবাহিনীর ব্যারাক ছিল। ১৯৪৬ সালে এটিকে হাসপাতালে রূপান্তর করা হয়। এরপর মিসরীয় শাসনের অধীনে এবং ১৯৮০ -এর দশকে ইসরায়েলি দখলদারির সময়ে হাসপাতালটির সম্প্রসারণ করা হয়।

গাজার চলমান পরিস্থিতিতে আল-শিফার গুরুত্ব অনেকগুলো কারণে। ইসরায়েল গাজায় হামলা শুরুর পর আহত হাজার হাজার রোগীর চিকিৎসার ভরসার কেন্দ্র হয়ে ওঠে এই হাসপাতাল। এ ছাড়া হাসপাতালটিতে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-নাসের হাসপাতালের রেডিওলোজি ডিপার্টমেন্ট ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী একটি মসজিদে বোমা হামলার সময় ক্ষতিগ্রস্ত হয় এই ডিপার্টমেন্ট।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় খান ইউনিসের দুটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ শুরুর পর মোট ৫৭টি মসজিদ ধ্বংস হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৬টি। 

গাজায় ত্রাণবাহী ১০৬টি ট্রাক 
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, বুধবার মিসর থেকে ত্রাণবাহী ১০৬টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। আর মিসরের রাফাহ ক্রসিং দিয়ে কুয়েত থেকে গাজায় এসেছে পাঁচটি অ্যাম্বুলেন্স।

এই যুদ্ধ শুরুর পর রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হয় গত ২১ অক্টোবর। এ পর্যন্ত গাজায় গেছে ত্রাণবাহী মোট ৭৫৬টি ট্রাক; কিন্তু যুদ্ধ শুরুর আগেও গাজায় প্রতিদিন যেত ত্রাণবাহী ৫০০টি ট্রাক। 

রাফাহ ক্রসিং বন্ধ 
গাজায় ইসরায়েলের চলমান হামলা থেকে পালানোর একমাত্র পথ রাফাহ ক্রসিং বন্ধ হয়ে গেছে। গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার এ সীমান্তপথ বুধবার বন্ধ হয়ে যায় বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জানান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাফাহ ক্রসিং কবে নাগাদ খুলতে পারে, তার কোনো ইঙ্গিত বেদান্ত প্যাটেল দেননি। মিসর থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য বা বিবৃতি আসেনি।

রাফাহ ক্রসিং নিয়ন্ত্রণ করে মিসর। গাজায় প্রবেশ বা বের হওয়ার এটিই একমাত্র পথ, যা ইসরায়েল নিয়ন্ত্রণ করে না। গাজার অধিবাসীদের জন্য সাহায্য পৌঁছানোর এটিই একমাত্র পথ।

রাফাহগামী একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলার পর গত শনি ও রোববার এই ক্রসিং দিয়ে বিদেশি পাসপোর্টধারীদের গাজা থেকে সরিয়ে নেওয়া স্থগিত করা হয়। তবে গত সোম ও মঙ্গলবার ক্রসিংটি খোলা ছিল।

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ৪০৫ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। এর জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনি নিহত সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। 

বেদান্ত প্যাটেল আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যে নিয়মিত বিরতিতে রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে, যাতে গাজায় ত্রাণসামগ্রী পৌঁছাতে পারে এবং বিদেশি নাগরিকেরাও প্রস্থান করতে পারেন।

গত সপ্তাহে বিদেশি পাসপোর্টধারীরা রাফাহ হয়ে যাত্রা শুরু করার পর থেকে গতকাল পর্যন্ত চার শতাধিক মার্কিন নাগরিক, তাঁদের পরিবারের সদস্য এবং গাজার স্থায়ী বাসিন্দারা এই অবরুদ্ধ উপত্যকা ছেড়ে গেছেন।

সূত্র: আল জাজিরা, গুগল আর্থ। ৮ নভেম্বর, ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত